ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএসএল খেলতে গেলেন মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৪:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০১৮

পিএসএল খেলতে গেলেন মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগ (পিএসএল) খেলতে মঙ্গলবার রাতে মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ সংযুক্ত আরব আমিরাত গেলেন। মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। আর কুয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলবেন মাহমুদুল্লাহ। তবে দুইজনই চার ম্যাচের বেশি খেলতে পারবেন না। ৬ মার্চ থেকে ১৮ মার্চ শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস টি২০ ট্রফি রয়েছে। সেখানে খেলতে যেতে হবে। আর তাই চার ম্যাচ খেলেই মুস্তাফিজ ও মাহমুদুল্লাহকে দেশে ফিরে আসতে হবে। এ দুইজনের পরিবর্তে ক্রিকেটারও নিয়ে রেখেছে দলগুলো। পিএসএলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পেশোয়ার জালমির হয়ে খেলার কথা। কিন্তু সাকিব এখন যেতে পারছেন না। কারণ ইনজুরি এখনও পুরো সেরে ওঠেনি। তামিমের যাওয়ার দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। তবে যে কোন সময় যেতে পারেন। আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএল তৃতীয় আসর। শেষ হবে ২৫ মার্চ। গতবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি২০ আসরে খেলেছেন বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। আর ইনজুরির কারণে খেলা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানের। এবারও তাদের রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে মার্চের শুরুতেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় আসর খেলতে যাবেন তারা। এ কারণে দলগুলো তাদের অনুপস্থিতির সময় খেলাতে বদলি খেলোয়াড় দলে ভিড়িয়েছে।
×