ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া শিরোপা লড়াই আজ

প্রকাশিত: ০৪:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া শিরোপা লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি২০ সিরিজে শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই পরাশক্তি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। লীগ পর্বে নিজেদের চার ম্যাচের সবকটি জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথম দেখায় অপর দল ইংল্যান্ডকে হারিয়ে রেসে থাকা কিউইরা শেষ ম্যাচে সেই ইংলিশদের কাছে নাটকীয়ভাবে ২ রানে হেরে গেলেও নেট রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে আসে। শিরোপার দ্বৈরথ ছাপিয়ে অবশ্য আলোচনায় অকল্যান্ডের ইডেন পার্ক। কারণ লীগ পর্বের পঞ্চম ম্যাচে এখানেই ২৪৩ রান করেও অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারতে হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে। মূলত রাগবির জন্য তৈরি অত্যন্ত ছোট আকারের মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী কি না, সেই বিতর্ক চলছে জোরেশোরে। যদিও কিউই কোচ মাইক হেসন বলেছেন, এমন ভেন্যুতে চার-ছক্কার ধুম-ধাড়াক্কা টি২০টা বেশ উপভোগই করে তার দল। শক্তিধর তিন দল নিয়ে আয়োজিত একটা ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালের মতো একটা ম্যাচের ভেন্যু হিসেবে ইডেন পার্ককে বেছে নেয়ায় চলছে ব্যাপক সমালোচনা। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এই মাঠটিকে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম হিসেবেই দেখছে। শুক্রবার এখানে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি২০ ম্যাচে দুই ইনিংসে সর্বমোট ৪৮৮ রান ওঠে। উভয় দল মিলে ৩২টি ছক্কা বা ওভার বাউন্ডারি হাঁকায়। ২৪৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয়ী হয়ে টি২০তে বিশ্ব রেকর্ড গড়ে অসিরা। পুরো ম্যাচে রানের এই গতির সঙ্গে ব্যাটসম্যানদের ছক্কা হাঁকানোর হিড়িক দেখে বিজ্ঞ অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার জিম ম্যাক্সওয়েল অনেকটা হাস্য রসাত্মক ভাষায় বলেন, ‘এটি মোটেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যোগ্য নয়।’ ইডেন পার্ক মূলত রাগবি মাঠ হিসেবে জনপ্রিয়। এর বাউন্ডারি সীমানা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত ৫৯.৫ মিটার (৬৫ গজ) থেকে অনেকটাই কম। ২০০৭ সালের আইসিসি আইন প্রবর্তিত হওয়ার আগেই অকল্যান্ড স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়। সে কারণে এখন পুরো পরিস্থিতি মেনে নিতেই হচ্ছে। এনজেডসি’র প্রধান নির্বাহী এ্যান্থনি ক্রামি বলেছেন গভর্নিং বডি পুরোপুরিভাবেই ইডেন পার্ককে সমর্থন জানিয়ে আসছে। ‘এটা সত্যিই অসাধারণ একটি ভেন্যু। এখানে অস্বীকার করার কিছু নেই। ছোট মাঠে খেলোয়াড়রা যখন মানিয়ে নিতে পারবে সেটা পুরো আন্তর্জাতিক ম্যাচকে বাড়তি রঙ ছড়াবে।’ রেকর্ডের বন্যা বয়ে যাওয়া আলোচিত ওই ম্যাচে বিফলে গিয়েছিল মার্টিন গাপটিলের (১০৫) সেঞ্চুরি, কাজে লাগেনি কলিন মুনরোর ৩৩ বলে ৭৬ রানের ইনিংসও। অস্ট্রেলিয়ার হয়ে দুই ওপেনার ওয়ার্নার (২৪ বলে ৫৯) আর ডি অর্চি শর্টই (৪৪ বলে ৭৬) মোড় ঘুরিয়ে দেন। ফর্মের তুঙ্গে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, এ্যারন ফিঞ্চ আর এ্যন্ড্রু টাই। সুতরাং ফাইনালটাও জমবে বলেই ধরে নেয়া যায়। আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ও নিউজিল্যান্ড আছে চতুর্থ স্থানে। শীর্ষে পাকিস্তান। সুতরাং শিরোপা জয়ের পাশাপাশি দু’দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ। উল্লেখ্য, সিডনিতে দু’দলের প্রথম দেখায় অস্ট্রেলিয়া জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে।
×