ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে খেলছেন না কেভিতোভা

প্রকাশিত: ০৪:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

দুবাইয়ে খেলছেন না কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ এই মুহূর্তে ফর্মের তুঙ্গে আছেন পেত্রা কেভিতোভা। টানা দুটি শিরোপা হাতে তুলেছেন সেন্ট পিটার্সবার্গ ও দোহার টুর্নামেন্টে। এর মাধ্যমে আবার ফিরে এসেছেন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের সেরা দশে। হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ দুবাই চ্যাম্পিয়নশিপসে অংশ নিয়ে। কিন্তু টানা সাফল্য পাওয়ার সম্ভাবনাটা বাধাগ্রস্ত হলো তার ইনজুরির কারণে। আয়োজকদের চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা কেভিতোভা জানিয়েছেন পায়ের ইনজুরির কারণে তিনি দুবাইয়ে যেতে পারছেন না। এ আসর থেকে ইতোমধ্যেই নাম প্রত্যাহার করেছেন হাতের ইনজুরি নিয়ে রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা এবং সাবেক বিশ্বসেরা রোমানিয়ার সিমোনা হ্যালেপ গোড়ালির ইনজুরিতে পড়ার কারণে। ২০১৫ সাল থেকেই বেশ খারাপ সময় যাচ্ছে কেভিতোভার ক্যারিয়ারে। ২৭ বছর বয়সী এ তারকা সে বছর আগস্টে মনোনিউক্লিয়োসিস ভাইরাসে আক্রান্ত হন। সেখান থেকে দীর্ঘ সময় পর ফিরে আসেন। ২০১৬ সালের অফ-মৌসুমে তার বাড়িতে ডাকাতি হয় এবং মারাত্মকভাবে আহত হন তিনি ছুরিকাঘাতে। বাঁহাতি এ তারকার বাম হাতের কব্জির পেশি ছিঁড়ে যায় এবং হাড়ও ক্ষতিগ্রস্ত হয়। অনেক ডাক্তারও বলেছিলেন এমন একটি আঘাতের পর টেনিসের মতো শ্রমসাধ্য ও চাপের খেলায় ফেরা সম্ভব হবে না কেভিতোভার। কিন্তু এরপরও ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেন দিয়ে ফিরে আসেন তিনি।
×