ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আধুনিকায়ন করা হচ্ছে হ্যান্ডবল স্টেডিয়াম

প্রকাশিত: ০৪:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

আধুনিকায়ন করা হচ্ছে হ্যান্ডবল স্টেডিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া স্থাপনা সংস্কারের মিছিলে এবার নতুন রূপ পেতে যাচ্ছে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম (শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়াম)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের ৯০ কোটি টাকা বাজেটের মধ্যে আছে এই মাঠ সংস্কারের খরচ। যোগ হচ্ছে ভিআইপি গ্যালারি, জিমনেশিয়াম। এবার নবরূপে সাজার প্রতীক্ষায় হ্যান্ডবল স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পের ৯০ কোটি টাকার মধ্যেই আছে এই প্রকল্প। আইএইচএফ কাপের আগে ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ সংস্কার করা হয় স্টেডিয়ামটি। নির্মাণ করা হয় ডরমেটরি। এবার তার আরও বিস্তৃতি ঘটছে। নির্মাণ হবে নতুন গ্যালারি, অনুশীলন মাঠ সংস্কার, জিমনেশিয়াম তৈরি, সৌরবিদ্যুত স্থাপনও হবে প্রকল্পের অধীনে। বাজেট ধরা হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৮২ হাজার টাকা। গ্যালারি নির্মাণে সবচেয়ে বেশি ৯৮ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হবে। ৩১ লাখ খরচ হবে হল রুম সংস্কারে। তৈরি হবে দ্বিতীয় তলা। অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থাসহ সৌরবিদ্যুত স্থাপনে ৪৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয় হবে। ১১ লাখ ৬৮ হাজার টাকায় কেনা হবে জিমনেশিয়ামের সরঞ্জাম। বছরজুড়ে নানা কর্মকা-ে ব্যস্ত থাকে হ্যান্ডবল স্টেডিয়াম। তবে বর্ষায় মাঠে পানি ঢুকে যাওয়া ঠেকাতে কোন বাজেট না থাকলেও কাজ শুরু হলে তা বিবেচনায় রাখবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)Ñ এ নিয়ে আশাবাদী হ্যান্ডবল ফেডারেশন। এক সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পটি একনেকে উত্থাপিত হতে পারে বলে আশাবাদী এনএসসি। মার্চে দুই আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ॥ মার্চে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল। আইএইচএফ ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে অ-১৮ ও অ-২০ দল। সাউথ এশিয়ান উইমেন হ্যান্ডবলে অংশ নিতে ভারত যাচ্ছে নারী দল। এছাড়াও আগামী দুই মাস স্কুল হ্যান্ডবলের দিকে নজর দিতে চায় ফেডারেশন। পাশাপাশি বয়সভিত্তিক দল নিয়েও কাজ করতে চায় তারা। আন্তর্জাতিক অঙ্গনে হয়তো সেই অর্থে সাফল্য নেই। তবে সারাবছর মাঠে খেলা থাকে হ্যান্ডবল ফেডারেশনের। ঘরোয়া ও দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশগ্রহণ থাকে নিয়মিত। মার্চে পাকিস্তানে আইএইচএফ ট্রফি। ৮ মার্চ দেশ ছাড়বে অ-১৮ ও অ-২০ দল। এছাড়াও মার্চের শেষে ভারতের লাক্ষেèৗতে বসছে সাউথ এশিয়ান উইমেন হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে এই সপ্তাহেই ক্যাম্প শুরু করবে ফেডারেশন। বড়দের পাশাপাশি ছোটদের দিকেও সমান মনোযোগী ফেডারেশন। আগামী দুই মাসে দুটি স্কুল টুর্নামেন্ট আয়োজনে করছে তারা। এছাড়াও এপ্রিলে প্রথম ও দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লীগ করার পরিকল্পনা আছে হ্যান্ডবল ফেডারেশনের।
×