ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস মামলায় শিক্ষকসহ ৫ আসামি রিমান্ডে

প্রকাশিত: ০৪:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

প্রশ্নফাঁস মামলায় শিক্ষকসহ ৫ আসামি রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ প্রশ্ন ফাঁসের মামলায় রাজধানীর উত্তরখানের ক্যামব্রিজ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভীর হোসেনসহ পাঁচ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই একদিনের রিমান্ডের আদেশ দেন। অন্য আসামিরা হলেন- ক্যামব্রিজ হাইস্কুলের এ্যাকাউন্টিং বিষয়ের শিক্ষক মোঃ ইব্রাহিম এবং সৃজনশীল কোচিং সেন্টারের শিক্ষক মোঃ এনামুল হক, তাদের সহযোগী হাসানুর রহমান ওরফে রকি ও মোঃ সজীব মিয়া। গতকাল রাজধানীর উত্তরখান থানার এসআই সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন। রাজধানীর উত্তরখান ও গাজীপুর এলাকা থেকে গত সোমবার ভোরে চার শিক্ষকসহ পাঁচ জনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল সেট ও একটি ট্যাব উদ্ধার করা হয়। ট্যাবে ইলেক্ট্রনিক ডিভাইসের ভেতরে এসএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র পাওয়া যায়। আসামি পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রার্থনা নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ডের আদেশ দেয়।
×