ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেবিআইসির সমীক্ষায় বাংলাদেশের অগ্রগতি

প্রকাশিত: ০৪:২৮, ২১ ফেব্রুয়ারি ২০১৮

জেবিআইসির সমীক্ষায় বাংলাদেশের অগ্রগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাপানিজ ম্যানুফ্যাকচারিং এসএমই অনুযায়ী ‘প্রোমিজিং কান্ট্রি ফর ওভারসিস বিজনেস ওভার দ্য মিডিয়াম টার্ম’-এর র‌্যাংকিংয়ে বাংলাদেশ ২১ থেকে ১৪তম স্থানে উন্নীত হয়েছে। জাপানিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানির বৈদেশিক ব্যবসায়িক লেনদেনের ওপর তৈরি ২৯তম বার্ষিক সমীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাপানের টোকিওতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন (জেবিআইসি) ও জাপান ইনস্টিটিউট ফর ওভারসিস ইনভেস্টমেন্টের (জেওআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ বছর ৬০২টি জাপানী কোম্পানির ওপর এ সমীক্ষা চালানো হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানী প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক উৎপাদন ও বিক্রয়ের অনুপাত আগের বছরের চেয়ে কমেছে। বৈদেশিক উৎপাদনের অনুপাত ২০১৬ অর্থবছরে কমে ৩৫ শতাংশে নেমেছে। ভাষাশহীদদের স্মরণে কৃষি ব্যাংকের রক্তদান কর্মসূচী ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া। -বিজ্ঞপ্তি
×