ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

কোটি টাকার শাড়ি ও লেহেঙ্গা জব্দ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় অভিযান চালিয়ে দুটি পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে র‌্যাব। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে পাটকেলঘাটা থানার কুটিঘাটা বাজার এলাকা থেকে র‌্যাব-৬ এর সদস্যরা এ মালামালগুলো আটক করে। এর মূল্য প্রায় কোটি টাকা। র‌্যাব ৬ এর অপারেশন অফিসার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তার নেতৃত্বে পাটকেলঘাটর কুটিঘাটা বাজারে অভিযান পরিচালনা করে। সেখানে ভারত থেকে নিয়ে আসা দুটি পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যানের সাজা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ সম্পদ অর্জনের অপরাধে চার বছরের সশ্রম কারাদ-ে দ-িত হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মঙ্গলবার এ আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মোহাম্মদ রুহুল আমিন। জানা যায়, দ-িত মোঃ নুরুল হক বোয়ালখালির চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রায়ে অবৈধভাবে অর্জিত ৫১ লাখ ৬২ হাজার ২১৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদানে ব্যর্থতায় আরও তিনমাস কারাভোগের দ- প্রদান করেছে আদালত। দুদক সূত্রে জানায়, ২০০৯ সালের ৯ ডিসেম্বর সিএমপির কোতোয়ালি থানায় তৎকালীন ইউপি চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে মামলাটির দায়ের করেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জালাল উদ্দিন আহমেদ। সৈয়দপুরে ৩১ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকাণ্ডে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পানিশালা গ্রামে ৯ পরিবারের ৩১টি টিনের ও আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে ওই এলাকার আব্দুল হামিদের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনে অর্থ, আসবাবপত্র, ধান, চাল, ইলেক্ট্রনিক্স পণ্যসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তরা হলেনÑ নুর আলম, নুর হামিদ, নুরুল হুদা, নুর আমিন, নুর ইসলাম, লুৎফর রহমান, মাজেদুল ইসলাম, শাহিনুর আলম ও নবিজন বেয়া। মীরসরাই নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, অগ্নিকা-ে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম গ্রামের জসিম মাস্টারের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাঙ্গামাটি নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, তবলছড়ির বিএডিসি হিল এলাকায় সোমবার রাত সাড়ে ১০টায় এক অগ্নিকা-ে ৩০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। জনৈক ভাণ্ডারির ঘরের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানায়। এ খবর পেয়ে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বারির বোর্ড সভা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র ৬১তম বোর্ড অব ম্যানেজমেন্টের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বারির সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদসহ বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে তারা খাটো সূর্যমুখী ও সরিষার মাঠ, ডাল, তেল ও ভুট্টার মাঠ, কীটতত্ত্ব ও মাইনর সিরিয়াল মাঠ, মসলা গবেষণা মাঠ, মৃত্তিকা বিজ্ঞানের ভুট্টার পরীক্ষামূলক গবেষণা মাঠ, আলুর এ্যারোপোনিক্স এবং টিপিএস, এফএমপিই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি, আইপিএম গবেষণা মাঠ, টমেটো গবেষণা মাঠ এবং ফুল গবেষণা মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বোর্ড অব ম্যানেজমেন্ট এর সদস্যবৃন্দ বারি গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য পরামর্শ দেন। বগুড়ায় বইমেলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার থেকে নয় দিনব্যাপী একুশের বই মেলা শুরু হয়েছে। নগরীর শহীদ খোকন পার্কের সম্মুখে ও ফুলের বাজারের সামনের এবারের মেলার আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট। সহযোগিতা দিয়েছে জেলা প্রশাসন। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এবারের বই মেলায় আছে ৬৩ স্টল। ঢাকা রাজশাহীসহ কয়েকটি জেলার প্রকাশনা সংস্থা এসেছে। প্রথমদিনে কথা সাহিত্যিক অনন্য রফিকের ছোট গল্পের বই ‘খন্ড মেঘের পালকি’র মোড়ক উন্মোচন করেন প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর। দাউদকান্দি নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, ‘বই কিনুন-বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন’ এ স্লোগান সংবলিত ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুনে সেজেছে দাউদকান্দির অজপাড়াগাঁও । মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চার দিনব্যাপী বইমেলার আয়োজনকে ঘিরে উদ্দীপনা দেখা যায় উপজেলার নৈয়াইর সায়েন্স স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে। মঙ্গলবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রাবন্ধিক ও নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকত, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদার, আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক দীপ আজাদ কাজল, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী প্রমুখ। দাউদকান্দি অনলাইন প্রেসক্লাবের ফাউন্ডার শরীফ প্রধান প্রমুখ। হত্যা মামলার বাদীকে হুমকি নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২০ ফেব্রুয়ারি ॥ ভৈরবের গাছতলাঘাট এলাকার হোসেন হত্যা মামলার বাদী নিহতের মেয়ে আশা বেগমকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়েছে মামলার প্রধান আসামি কানিজ মোল্লা। সোমবার রাতে ৫/৬জন লোক আশা বেগমের বাড়িতে এসে এ হুমকি দেয় বলে আশার পরিবার জানায়। মামলা তুলে না নিলে পরিণাম ভাল হবে না বলে আসামি পক্ষের লোকজন শাসিয়ে যায়। ফলে পিতা হত্যার বিচার চেয়ে মামলা করে বাদী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩১ জানুয়ারি ভোরে আন্তঃজেলা পকেটমার সর্দার কানিজ মোল্লা গাছতলাঘাট এলাকার মোহাম্মদ হোসেনকে ছিনতাইকারী বলে এলাকার লোকজনের সহায়তায় গণধোলাই দেয়। এতে হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হোসেন হত্যার ঘটনায় তার মেয়ে আশা বেগম পকেটমার সর্দার কানিজ মোল্লাসহ ৫/৭জনকে আসামি করে ভৈরব থানায় মামলা করতে যায়। ৪০ হাজার ইয়াবাসহ আটক ৫ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পুলিশ ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে পুলিশ। মঙ্গলবার ভোরে উখিয়ার সি লাইন কাউন্ডারের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কক্সবাজারের উত্তর রুমালিয়ার ছড়ার মোহাম্মদ ইলিয়াসের পুত্র সাইফুল ইসলাম, রাজবাড়ীর মোহাম্মদ আকরামের রুবেল বিশ্বাস, জামালপুর ছুটিয়ার গ্রামের আবদুল গফুরের স্ত্রী সাহিদা বেগম ও মেয়ে তছমিলা ইয়াছমিন এবং বেবী ইয়াছমিন। সাভারে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২০ ফেব্রুয়ারি ॥ সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে টাকা স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মাল লুট করে নিয়ে যায়। সোমবার গভীর রাতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার ব্যবসায়ী মোহাম্মদ কাজী নাসির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। শিশু ধর্ষিত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ধর্ষক অটোরিক্সা চালক পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড় এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। জানা গেছে, ইদবারদী এলাকার বাড়িতে শিশু কন্যাটি খেলা করার সময় পাশের বাড়ির অটোরিক্সা চালক দেলোয়ার হোসেন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে ব্রহ্মপুত্র নদের পাড় ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
×