ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ॥ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৪:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ॥ বাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২০ ফেব্রুয়ারি ॥ লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। এ সময় ৪টি পরিবারের বাড়িঘর ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের রশিদ শেখ ও ইসরাফিল শেখের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ইসরাফিল শেখ ওই জমিতে ঘর উঠাতে গেলে রশিদ শেখ বাধা দেয়। একপর্যায়ে ইসরাফিল শেখের লোকজন সংঘবদ্ধ হয়ে রশিদ শেখের লোকজনের ওপর হামলা চালায় ও বাড়িঘর ভাংচুর করে। এতে দুই স্কুলছাত্রীসহ ১০ জন আহত হয় এবং রশিদ শেখ, কাওছার শেখ, আবজাল শেখ ও সাবেক ইউপি সদস্য আলী আহম্মদের বাড়িঘর ভাংচুর করে। কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি ॥ পানিতে ডুবে রিয়াজ হোসেন (৩) ও রাব্বি আহমেদ (৩) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার জেলার বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিয়াজ ওই গ্রামের পলাশ মিয়ার ছেলে এবং রাব্বি একই বাড়ির অলি উল্লাহর ছেলে। জানা যায়, মঙ্গলবার শিশু রিয়াজ ও রাব্বি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা ঘরে ফেরেনি। পরে বাড়ির লোকজন তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ ফেব্রুয়ারি ॥ মঙ্গলবার জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলার রায়ে ৯জনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। এ ছাড়া রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। দ-প্রাপ্ত আসামিরা হলো-আবু সিদ্দিক, আবু বাক্কার, মতি মিয়া, ওয়াহাব, আউয়াল, মহরম, ইসমাঈল, মোস্তফা ও রুস্তম আলী। এ সময় মামলার এজাহারভুক্ত অপর আসামি ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত। জানা গেছে, ১৯৯৬ সালের ১০ অক্টোবর সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর মাতোয়ার কান্দা গ্রামের কৃষক হারিছ মিয়া স্থানীয় বাজারে গরু বিক্রি করে বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার উপরোক্ত মামলার আসামিরা তাকে পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তার মৃত্যু ঘটে।
×