ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজিবি-চোরাকারবারি বন্দুকযুদ্ধ ॥ যুবক নিহত

প্রকাশিত: ০৪:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৮

বিজিবি-চোরাকারবারি বন্দুকযুদ্ধ ॥ যুবক নিহত

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোলের দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে গুলিবর্ষণে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, নিহতের নাম ইব্রাহীম (৩২)। তিনি বেনাপোল পোর্ট থানার ইয়াকুব মোড়লের ছেলে। নিহত ইব্রাহীম চোরাকারবারি ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ গাইট ভারতীয় পণ্য, একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৫-২০ জনের একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য নিয়ে দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আগে থেকে সেখানে অবস্থান নেয়। তিনি দাবি করেন, চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করতে গেলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা টহল দলের ওপর অতর্কিত আক্রমণ করে। বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময় হয়। এতে ইব্রাহিম নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
×