ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ভাতিজার হাতে প্রবাসী চাচা খুন

প্রকাশিত: ০৪:১৯, ২১ ফেব্রুয়ারি ২০১৮

লক্ষ্মীপুরে ভাতিজার হাতে প্রবাসী চাচা খুন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২০ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরে ভাতিজার ছুরিকাঘাতে প্রবাসী চাচা হারুনুর রশিদ (৩৬) খুন হয়েছে। মালয়েশিয়া ফেরত নিহত চাচার পিতার নাম মৃত আব্দুল গফুর। সদর উপজেলার শ্রীরাম গ্রামে নিহতের বাড়ি। মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়াখালীর এশিয়ান হাসপাতালে তিনি মারা যান। উপর্যুপরি ছুরিকাঘাতে নিহতের পেটের নাড়িভুঁড়ি সম্পূর্ণ বের হয়ে যায় বলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান। বাঁচার জন্য ধস্তাধস্তিতে তার একটি হাতও কেটে যায় ধারালো ছুরিতে। সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসেন। নিহত হারুন সোমবার রাতে মিডিয়া কর্মীদের জানান, নিজবাড়িতে ভাতিজা রুবেল বলে যে, কাকা দরজা খোলেন, কথা আছে। এরপর তার স্ত্রী সুইটি আক্তারকে দরজা খুলতে বলেন। সুইটি দরজা খুলতে না খুলতেই ঘাতক ভাতিজা রুবেল চাচার ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। ধস্তাধস্তিতে হারুনের একটি হাত কেটে যায়। রুবেল হোসেনের উপর্যুপরি ছুরিঘাত হারুনুর রশিদ গুরুতরভাবে আহত হন। এর পর তিনি মাটিতে লুটে পড়েন। স্বজনদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি দেখে নোয়াখালী এশিয়ান হাসপাতালে নেয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান। সাভারে যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, শরিফ হোসেন (১৮) নামের এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। সোমবার রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, শরিফ বক্তারপুর এলাকায় একটি জুতা তৈরির কারখানায় চাকরি করত। কারখানায় কাজ শেষ করে সে বাসায় আসে। সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুল মাঠে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই যুবককে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা অপর এক শ্রমিককে কুপিয়ে জখম করে। রাতে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত যুবক বক্তারপুর এলাকায় এক বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া থাকত। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। টাঙ্গাইলে বস্তাবন্দী লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, বাসাইলে নিখোঁজের চারদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাঙ্ক থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম শাসুজ্জামান খান পটল (৪৮)। বাবা মৃত খোরশেদ আলী খান। পটলের মাসহ পরিবারের একাধিক সদস্য আমেরিকায় বসবাস করেন। তার বাড়ি একই এলাকায়। শাহজাদপুরে স্কুলশিক্ষক নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, মঙ্গলবার সকালে উপজেলার গারাদহ ইউনিয়নের গারাদহ ব্রিজ থেকে স্কুলশিক্ষক নজরুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, রবিবার স্কুলে দায়িত্বপালন শেষে শিক্ষক নজরুল ইসলাম বাবুল আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শাহজাদপুরের গারাদহ সেতুর রেলিংয়ে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে। সিলেটে নবজাতক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে পরিত্যক্ত খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা দেওালের পাশে পরিত্যক্ত খালে পথচারীরা একটি বড় কাপড়ের পোঁটলা দেখতে পায়। এলাকাবাসী পোঁটলা খুললে অজ্ঞাত এক নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশটি উদ্ধার করে।
×