ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুরগিশূন্য হয়ে পড়েছে বাজার

যুক্তরাজ্যে কেএফসির ৭শ’ আউটলেট বন্ধ

প্রকাশিত: ০৩:৫০, ২১ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাজ্যে কেএফসির ৭শ’ আউটলেট বন্ধ

ডেলিভারি সমস্যার জন্য যুক্তরাজ্যে কেএফসির ৯শ’ আউটলেটের মধ্যে ৭শ’য়ের মতো বন্ধ করে দেয়া হয়েছে। পরিচালনাগত সমস্যার কারণ দেখিয়ে ফ্রাইড চিকেন চেইন বিপণীটি গত সপ্তাহে ডিএইচএলের সঙ্গে চুক্তি বাতিল করেছে। কখন এ সমস্যার সমাধান হতে পারে তা নিশ্চিত নয় বলে কেএফসির একজন মুখপাত্র জানিয়েছেন। বিবিসি। কেএফসির কর্মীদের অবকাশকালীন ছুটির জন্য উৎসাহিত করা হচ্ছে, তাদের অবশ্য ছুটি নিতে বাধ্য করা হচ্ছে না। অন্য কর্মীরা সমস্যা সমাধানের জন্য রাত দিন কাজ করে যাচ্ছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না। গ্রাহকদের সুবিধার্থে কেএফসি একটি ওয়েবপেইজ খুলেছে। এতে যে কোন গ্রাহক তার সবচেয়ে কাছের আউটলেট সম্পর্কে খবর নিতে পারবেন। কেএফসি জানিয়েছে, অস্থায়ী চুক্তির ভিত্তিতে নিয়োগ পাওয়া সব স্টাফকে গড়পড়তা তাদের মজুরি দেয়া হবে। গত ১২ সপ্তাহে তার দৈনিক যে হারে মজুরি পেয়ে এসেছে সেই হারে তাদের সেটি প্রদান করা হবে। এছাড়া অন্যদের বেতন যথারীতি দেয়া হবে। ৮০ ভাগ কেএফসি আউটলেট ফ্র্যাঞ্চাইজ ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। ফ্র্যাঞ্চাইজ গ্রহণকারীরা এ বিষয়ে নিজস্ব নীতি অনুসরণ করতে পারবে। তবে কর্তৃপক্ষ সবাইকে একই নীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকান ডিস্ট্রিবিউশন গ্রুপ বিডভেস্ট কেএফসিকে মুরগি সরবরাহ করে এসেছে। বিডভেস্ট যুক্তরাজ্যের চেইনশপ ও রেস্তরাঁগুলোতে অন্যতম প্রধান মুরগি সরবরাহকারী প্রতিষ্ঠান। তবে চুক্তি পরিবর্তন করার পর কেএফসির অনেক আউটলেটই এখন চিকেন শূন্য হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি এক টুইট বার্তায় জানিয়েছে, তারা নতুন চিকেন সরবরাহকারী ঠিক করেছে। কারিগরি সমস্যার কারণে ৯শ’ আউটলেটে তা পাঠানোর কাজ এখনও পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। যেসব আউটলেট এখনও বন্ধ আছে সেগুলোতে কোন চিকেন পৌঁছেনি। যেগুলো আংশিক খোলা আছে সেখানে বিকল্প মেন্যুর ব্যবস্থা করা হয়েছে। বিডভেস্ট এবং জার্মান পণ্য বহন সেবা ডিএইচএলের সঙ্গে চুক্তি বাতিলের জন্য জিএমবি (জেনারেল মিউনিসিপ্যাল বয়লার মেকার্স, বর্তমানে যুক্তরাজ্যের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন কেএফসির সমালোচনা করেছে। জিএমবির ন্যাশনাল অফিসার মিক রিক্স বলেছেন, তারা ওই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করার জন্য কেএফসিকে আগেই সতর্ক করেছিল।
×