ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনমত জরিপে তথ্য

বন্দুকের অপব্যবহার রোধে ট্রাম্প-কংগ্রেস আন্তরিক নয়

প্রকাশিত: ০৩:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০১৮

বন্দুকের অপব্যবহার রোধে ট্রাম্প-কংগ্রেস আন্তরিক নয়

যুক্তরাষ্ট্রের প্রতি দশজনে ছয়জনের বেশি লোক মনে করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেস গণহত্যা প্রতিরোধে বন্দুক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপে কার্যকর কোন ভূমিকা পালন করবেন না। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য পাওয়া যায়। এই জরিপে এটিও উঠে আসে যে, অধিকাংশ আমেরিকান নাগরিকের ধারণা, গুলিবর্ষণের ঘটনার পেছনে অপর্যাপ্ত বন্দুক আইন নয় বরং মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করে তা নিরাময়ের মাধ্যমেই এসব দুঃখজনক ঘটনার অবসান করা সম্ভব। গত সপ্তাহে ফ্লোরিডার একটি হাইস্কুলে বন্দুকধারী এক সাবেক ছাত্রের গুলিতে ১৭ জন নিহত হওয়ার প্রেক্ষিতে এই জরিপ চালানো হয়। জরিপে ৭৫ শতাংশের বেশি অর্থাৎ ৭৭ ভাগ মানুষ মনে করে যে, মানসিক স্বাস্থ্য সমস্যাই এসব দুঃখজনক ঘটনার মূল কারণ। জরিপ অনুযায়ী ৫৮ শতাংশের ধারণা যে, কঠোরতর বন্দুক নিয়ন্ত্রণ আইন বলবত থাকলে মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলিবর্ষণের এই ঘটনা এড়ানো যেত। তবে জরিপে দুই বছর আগে বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে যে জনমত ছিল তার চেয়ে উর্ধগতি প্রতিফলিত হয়নি। বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করার পক্ষে বিপক্ষে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা অবস্থান নেয়ায় শেষ পর্যন্ত মতৈক্যের অভাবে এটি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
×