ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সিএনজি বাস সংঘর্ষে চালকসহ নিহত ৪

প্রকাশিত: ০১:০০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ময়মনসিংহে সিএনজি বাস সংঘর্ষে চালকসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর নামকস্থনে মঙ্গলবার দুপুরে সিএনজি অটো রিক্সা সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে চালকসহ চারজন নিহত ও আরও ২ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই সিএনজি অটো রিক্সার আরোহী ছিলেন। পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ থেকে সিএনজি অটো রিক্সার আরোহীরা ময়মনসিংহ আসছিল। আর ময়মনসিংহ থেকে শ্যামল ছোয়া পরিবহন সার্ভিসের বাসটি কিশোরগঞ্জের ভৈরব যাচ্ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে বেপরোয়া গতির সিএনজি অটো রিক্সার চালক রাম গোপালপুর নামকস্থানে এসে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সিএনজি অটো রিক্সার চালক জহিরুল ইসলাম(৩৫), কলেজ ছাত্র নাইমুর আশরাফ রিয়াদ(২০), তারিকুর রহমান শ্যামল(৪০) ও এনায়েতুজ্জামান হীরা মিয়া(৪০)। আহতরা হচ্ছে নিহত রিয়াদের ভাই স্কুল ছাত্র হারুণ অর রশিদ মিয়া ওসৌদি প্রবাসি নুরুজ্জামান রুবায়েত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। পুলিশ বাসটিকে আটক করেছে। দুর্ঘটনায় সিএনজি অটো রিক্সা দুমরে মুচরে গেছে। দুর্ঘটনার কারনে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
×