ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন নন্দিত কণ্ঠশিল্পী সাবা তানি

প্রকাশিত: ০৮:০৫, ২০ ফেব্রুয়ারি ২০১৮

চলে গেলেন নন্দিত কণ্ঠশিল্পী সাবা তানি

স্টাফ রিপোর্টার ॥ চলে গেলেন গত শতকের আশি ও নব্বই দশকের শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী সাবা তানি। সোমবার সকালে উত্তরার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। উত্তরার বাসভবনে বাথরুমে শিল্পীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৪৯ বছর। রেখে গেছেন এক ছেলে, মা, দুই ভাই ও দুই বোনকে । সাবা তানির মৃত্যু সংবাদ শুনে অনেকেই উত্তরায় তাঁর বাসায় ছুটে যান। তার একমাত্র ছেলে বর্তমানে লন্ডনে আছেন। শিল্পীর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন সাবা তানি। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন। রবিবার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান শিল্পীর মা। এদিন রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন করে পাননি। অবশেষে সোমবার সকালে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে আত্মীয়রা বাসায় ঢোকেন। এ সময় তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। সাবা তানির কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন এই শিল্পী। তার গাওয়া কিছু গজলও সেসময় প্রশংসিত হয়েছিল।
×