ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস রোধ করা না গেলে সব অর্জন ধূলিসাত হবে ॥ মেনন

প্রকাশিত: ০৮:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

প্রশ্নফাঁস রোধ করা না গেলে সব অর্জন ধূলিসাত হবে ॥ মেনন

বিডিনিউজ ॥ পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধ করা না গেলে শিক্ষা ক্ষেত্রে সরকারের সব অর্জন ধূলিসাত হবে বলে সতর্ক করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। প্রশ্নফাঁস নিয়ে অনেক কথা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ‘কোন দায়িত্ব’ নিচ্ছে না মন্তব্য করে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। প্রশ্নফাঁস ‘নতুন কিছু নয়’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় সোমবার রাতে সংসদে বিষয়টি নিয়ে নিজের এই অবস্থান জানান রাশেদ খান মেনন। দুর্নীতির দায়ে খালেদা জিয়ার কারাদণ্ড ১৪ দলের দুর্নীতি রোধের প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা মন্তব্য করে বর্তমান সরকারের আমলে সংঘটিত অর্থপাচার ও ঋণ জালিয়াতির বিচার প্রত্যাশা করেছেন তিনি। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধগতি, খুন-ধর্ষণ, দলবাজি-দখলবাজি ঠেকাতে কঠোর ব্যবস্থা না নিলে মানুষ মুখ ফিরিয়ে নেবে বলেও সতর্ক করেছেন রাশেদ খান মেনন। সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মন্ত্রী মেনন বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে সরকার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁসের মহামারী রোধ করতে না পারলে সকল অর্জন ধূলিসাত হয়ে যাবে। প্রশ্নপত্র ফাঁস রোধ নিয়ে অনেক কথা বলা হয়েছে। শিক্ষকদের অভিযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন, কোন কারণে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তা নির্ধারণ করতে পারছে না। পরীক্ষার সকালে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ছে প্রশ্নপত্র। ‘শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে কোন দায়িত্ব গ্রহণ করছে না। অন্যান্য মন্ত্রণালয়ও দায়িত্ব গ্রহণ করছে না।’ তিনি সংসদে এই বক্তব্য দেয়ার আগে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নফাঁস রোধে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না সে প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×