ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোচনায় রশিদ হারুনের ‘ভাল থেকো মনোলীনা’

প্রকাশিত: ০৭:০৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮

আলোচনায় রশিদ হারুনের ‘ভাল থেকো মনোলীনা’

সংস্কৃতি ডেস্ক ॥ অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাজারে এসেছে জি এম হারুন অর রশিদ (রশিদ হারুন) রচিত কবিতা আবৃত্তির এ্যালবাম ও প্রথম কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’। মেলার প্রথমদিন থেকেই এ্যালবামের পাশাপাশি কাব্যগ্রন্থটি বেশ আলোচনায় আসে। ইতোমধ্যে কাব্যগ্রন্থের বেশিরভাগ কপি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন কবি রশিদ হারুন। কাব্যগ্রন্থের সঙ্গে এ্যালবাম দেয়ায় কয়েকদিনের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক কপি বিক্রি হয়েছে। এ বিষয়ে সহযোগিতা করেছে অনলাইন কেনাবেচার প্রতিষ্ঠান কিনইয়ার্ডস। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত কবি রশিদ হারুন। প্রথম কাব্যগ্রন্থ এবং এর বাছাইকৃত কবিতার এ্যালবামের এই সাড়া পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। এ্যালবামে কবিতা আবৃত্তি করেছেন অসীম হক ও আফরুজা বুলবুল ইতি। সঙ্গীতায়োজন করেছেন শেষ মিলন। সাফল্যের ধারাবাহিকতায় আগামীতে আরও একাধিক গ্রন্থ ও এ্যালবাম প্রকাশের পরিকল্পনা করছেন কবি রশিদ হারুন। এছাড়া তার রচিত গানের একটি এ্যালবাম অচিরেই বাজারে আসছে বলে জানিয়েছেন তিনি। ‘ভাল থেকো মনোলীনা’ কাব্যগ্রন্থে মোট ৬৫টি কবিতা স্থান পেয়েছে। আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের প্রচ্ছদ করেছেন নিক্সন। ১২৫ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইয়ের বেশিরভাগ কবিপ্রেম ও প্রকৃতি বিষয়ক। কবির প্রতিটি কবিতায় প্রেমের জন্য হাহাকার থাকলেও বিষয়বস্তু এবং শব্দচয়নে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। একজন দক্ষ কবির মতোই তিনি তার কবিতার প্রতিটি লাইন সাজিয়েছেন। আর এই গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য হলো এর প্রতিটি কবিতা যেন এক একটি পূর্ণাঙ্গ গল্প। যা একজন পাঠককে বাস্তবতা থেকে নিয়ে যাবে কল্পনার রাজ্যে ভালবাসার রাজ্যে। এদিকে কবি রশিদ হারুনের আবৃত্তি এ্যালবাম ও কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’ এখন অনলাইন শপ কিনইয়ার্ডসে পাওয়া যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে হাইজেনিক আম উৎপাদন ও সারাদেশে সরবরাহের মাধ্যমে কিনইয়ার্ডসের যাত্রা শুরু হলেও বর্তমানে গৃহসজ্জার পণ্য, ছেলেদের ফরমাল স্টাইল এক্সেসরিজসহ অন্যান্য পণ্য অনলাইনে অর্ডার নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে। কিনইয়ার্ডের ফেসবুক পেজে ‘ভাল থেকো মনোলীনা‘ কাব্যগ্রন্থ এবং এ্যালবামে সিডিসহ অন্যান্য পণ্য অর্ডার করা যাবে। লিঙ্কআস এ্যাপসে গান, নাটক, চলচ্চিত্রে, মিউজিক ভিডিও পাওয়া যাচ্ছে।
×