ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পী ঐন্দ্রিলার ‘মনের ভাঁজে’

প্রকাশিত: ০৭:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১৮

শিল্পী ঐন্দ্রিলার ‘মনের ভাঁজে’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় নৃত্য ও সঙ্গীতশিল্পী ঐন্দ্রিলা। ছোটবেলা থেকেই মায়ের উৎসাহে নাচ এবং গানের সঙ্গে সখ্যতা ঐন্দ্রিলার । নাচে বেশ সাফল্য পেলেও গানের দিক থেকে একটু পিছিয়ে ছিলেন। তবে সম্প্রতি ‘মনের ভাঁজে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়ে এই অঙ্গনে নতুন করে কাজ শুরু করেছেন তিনি। ‘মনের ভাঁজে’ গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি প্রদীপ সাহা। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন নন্দিত সুরকার শেখ মিলন। ঐন্দ্রিলার ‘মনের ভাঁজে’ গানে সহশিল্পী হিসেবে কাজ করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ মিলন। ঐন্দ্রিলা এবং শেখ মিলনের ‘মনের ভাঁজে’ গানটি ওডিও প্রযোজনা প্রতিষ্ঠান বি মিউজিক থেকে প্রকাশ হতে যাচ্ছে। অচিরেই গানটির ভিডিও প্রকাশ করা হবে বলে জানা গেছে। ছোট বেলা থেকেই গান এবং নাচ শিখে আসছেন ঐন্দ্রিলা। নাচে দেশে বিদেশে বেশ পরিচিতি পেয়েছেন। নিয়মিত স্টেজ প্রগামে অংশ নেয়ার ধারাবাহিকতায় ১৫-২০টি দেশ ভ্রমণ করেছেন। নাচে সাফল্যের পর ঐন্দ্রিলা এখন গানে একটু বেশি সময় দিতে চান। প্রকৃতপক্ষে তিনি গানের মাধ্যমে সংস্কৃতি অঙ্গনে প্রতিষ্ঠা পেতে আগ্রহী। গান নিয়ে তার আকাশ ছোঁয়া স্বপ্ন। সে লক্ষ্যেই প্রতিনিয়ত কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি। মায়ের অনুপ্রেরণা এবং উৎসাহ নিয়ে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে তিল তিল করে এগিয়ে চলেছেন ঐন্দ্রিলা। মায়ের অতি আদরের সন্তান ঐন্দ্রিলা। আর ঐন্দ্রিলার ধ্যান-জ্ঞ্যান হলো সঙ্গীত ও নৃত্য সাধনা। নৃত্য ও সঙ্গীত চর্চার পাশাপাশি ঐন্দ্রিলা একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিষয়ে লেখাপড়া করছেন। ভবিষ্যতে সংস্কৃতি অঙ্গনে একজন ভাল শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। সেই লক্ষ্যেই নিরন্তর সাধনা করে যাচ্ছেন ঐন্দ্রিলা। শিল্পের প্রতি নিষ্ঠা, একাগ্রতা এবং সততার সঙ্গে সাংস্কৃতিক মেধার চর্চার মাধ্যমে স্বপ্নের পথে এগিয়ে যাবেন ঐন্দ্রিলা। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×