ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশংসিত বগুড়ার আঞ্চলিক ভাষার নাটক ‘সোনাভান’

প্রকাশিত: ০৭:০৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

প্রশংসিত বগুড়ার আঞ্চলিক ভাষার নাটক ‘সোনাভান’

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধভিত্তিক বগুড়ার আঞ্চলিক ভাষায় প্রথম ধারাবাহিক ‘সোনাভান’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। সপ্তাহে দুইদিন রবিবার এবং সোমবার রাত ১১-৩০ মিনিটে নাটকটি প্রচার হচ্ছে। প্রচারের পর থেকেই আলোচনায় এসেছে নাটকটি। নাটকের কাহিনী, সংলাপ এবং শিল্পীদের অভিনয় প্রশংসিত হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় নির্মিত এই নাটকটি নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। ‘সোনাভান’ নাটকের মূলগল্প রচনা করেছেন উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তৌফিক হাসান ময়না। কাহিনী বিন্যাস ও সংলাপ রচনা করেছেন কাজী শুসমিন আফসানা। যৌথভাবে নাটকটি পরিচালনা করছেন এস এম শাহীন এবং আব্দুস শহীদ মিঠু। নাটকটি প্রযোজনায় রয়েছেন জুয়েল খান। চিত্রগ্রহণ ইকবাল ইব্রাহিম পলাশ। সহকারী পরিচালক সিজুল ইসলাম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, আফরোজা বানু, মীর সাব্বির, ফারহানা মিলি, শারমিন জোহা শশী, অবিদ রেহান, সাঈদ বাবু, আহসানুল হক মিনু, কল্লোল চৌধুরী, মাহমুদা মেহেরুন্নবী মাহিন, বিধান কৃষ্ণ রায়, সিজুল ইসলাম, সবুজ চন্দ্র, মাহবুব সোবহানি, ফারুক হোসেন, আবু সাঈদ সিদ্দিকী, মির্জা আহসানুল হক দুলাল, মুনসুর রহমান তানসেন, শাজাহান আলী বাদশা, রফিকুল ইসলাম, হাসনুজ্জামান, রবিউল ইসলাম, সরণ, সামিউল এবং বগুড়ার বিভিন্ন থিয়েটারের নাট্যকর্মীরা। ১৯৯০ সালে বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় বগুড়া থিয়েটার মঞ্চে আনে নাটক ‘সোনাভানের পালা’। সেই সময় এটি বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মঞ্চায়িত হওয়ার পর প্রশংসিত হয়। আর নব্বই এর দশকের সাড়া জাগানো মুক্তিযুদ্ধভিত্তিক এই গল্পটিকেই ধারাবাহিক হিসেবে এবার দর্শকের সামনে উপস্থাপন করছে এটিএন বাংলা। বগুড়ার যমুনা তীরবর্তী সারিয়াকান্দির বিভিন্ন লোকেশনে ‘সোনাভান’ নাটকের শূটিং হয়েছে।
×