ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শত্রুতায় গরু হত্যা

প্রকাশিত: ০৬:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

শত্রুতায় গরু হত্যা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কালারাজা গ্রামে রবিবার গভীর রাতে গৌতম হাওলাদারের খোয়াড়ে আগুনে পুড়ে একটি গরু মারা গেছে এবং খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। গৌতম হাওলাদার অভিযোগ করেছেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময়ে গৌতম হাওলাদারসহ পরিবারের সকলে গভীর ঘুমে ছিলেন। গরুর চিৎকার শুনে তারা জেগে ওঠেন এবং বাইরে বের হয়ে দেখেন পুরো গরুর খোয়াড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। খোয়াড়ে চারটি গরু ছিল। তিনটিকে রক্ষা করতে পারলেও একটি গাভী গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পাশে খড়ের গাদাও ভস্মীভূত হয়। পেশায় কৃষক গৌতম হাওলাদার অভিযোগ করেন, তার বসতঘরেও আগুন দেয়ার চেষ্টা হয়েছিল বলে তিনি আলামত পেয়েছেন। অসহায়দের কম্বল বিতরণ সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ রংপুরের বদরগঞ্জে অস্ট্রোলিয়া প্রবাসী শ্যাম এ্যান্ড মম লোহানী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে তিন শত পিচ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টায় পৌরশহরের চাঁদকুাঠর ডাঙ্গা শ্যাম এ্যান্ড মম লোহানী ক্লিনিকে ওই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ শাসুজ্জামান লোহানী শ্যাম, মিসেস মমতাজ লোহানী মম, মেয়র উত্তম কুমার সাহা, ব্যবস্থাপনা পরিচালক কমল লোহানী, নাসরুল্ল্যা রানা, সহিদুল্ল্যা, নিলুফার বানু প্রমুখ।
×