ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বইমেলা

প্রকাশিত: ০৬:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বইমেলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ. এম রকিব হায়দার, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। মেলার ২৯টি স্টলে হরেক রকমের বইরের পসরা বসেছে। মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরায় তিনদিন ব্যাপী একুশে বইমেলা ২০১৮ শুরু হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় আতর আলী পাবলিক লাইব্রেরি চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহমেদ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ। শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর সিরাজগঞ্জ, থেকে জানান, শাহজাদপুরে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহজাদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সোমবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, শাহজাদপুর সরকারী কলেজের অধ্যক্ষ আঃ ছাত্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমুখ।
×