ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকে কটূক্তি

বিসিসির কম্পিউটার অপারেটর বরখাস্ত

প্রকাশিত: ০৬:৪২, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বিসিসির কম্পিউটার অপারেটর বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডিতে শেয়ার করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই কর্মচারী বিসিসির প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিম। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমী জানান, মেয়র আহসান হাবিব কামালের মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়া তাকে সাতদিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। চবিতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ৪ চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ী ছাত্রদের দুটি সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হন । গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আহতরা হচ্ছে ইউপিডিএফ-এর নিউটন চাকমা, অমৃত চাকমা, সুবিনয় চাকমা এবং জেএসএস-এর সোহাগ চাকমা। জানা যায়, রবিবার বিকেলে জেএসএস ও ইউপিডিএফ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাত ১০টার দিকে আবার সংঘর্ষে জড়ায় তারা । চবিতে বইয়ের প্রদর্শনী উদ্বোধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যোগে চার দিনব্যাপী একুশের সঙ্কলন ও বইয়ের প্রদর্শনী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। বিশেষ অতিথি ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মহীবুল আজিজ। চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. ভূঁইয়া ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শারমিন মুশতারী ও জাদুঘরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ লোকমান।
×