ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় দাবি

প্রকাশিত: ০৬:৪১, ২০ ফেব্রুয়ারি ২০১৮

রংপুরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় দাবি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ রংপুরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন করেছে। জাতীয় সংগ্রাম কমিটি উদ্যোগে সোমবার বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রী অর্জনে রংপুরসহ প্রতি বিভাগে ন্যূনতম একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-ডেমোনেস্ট্রেটর সঙ্কট নিরসন করা এবং পলিটেকনিক ইনস্টিটিউটে ল্যাব আধুনিকায়ন ও পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ করার দাবিসহ ৬দফা দাবি জানায়। ওই কমিটির সংগঠক প্রহল্লাদ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠক মিঠুন রায়, সজীব কার্জি, বাদল প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশিকুল ইসলাম তুহিন। বক্তারা বলেন, সারাদেশে ৪৯টি সরকারী ও প্রায় ৫০০টি বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই লক্ষাধিক শিক্ষার্থীর বিএসসি ডিগ্রী অর্জনের জন্য মাত্র একটি সরকারী প্রতিষ্ঠান তথা ডুয়েট রয়েছে। যার ফলে অধিকাংশ ডিপ্লোমা শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না। আর গুটিকয়েক শিক্ষার্থী অনেক টাকার বিনিময়ে বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে। তাই পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রী অর্জনে রংপুরসহ প্রতি বিভাগে ন্যূনতম একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবি। বক্তারা অবিলম্বে রংপুরসহ প্রতি বিভাগে ন্যূনতম একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-ক্লাসরুম ও আবাসন-পরিবহণ সঙ্কট নিরসনের জোর দাবি জানান।
×