ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় টেকনাফে নিহত ৩

প্রকাশিত: ০৬:৪১, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় টেকনাফে নিহত ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ সাবরাংয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। রবিবার রাতে সাবরাং নুর আহমদ চেয়ারম্যান টেক নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার নুরুল আলমের পুত্র মাহাবুবুর রহমান মাবু, সাবরাং আছারবনিয়া এলাকার আব্দুল জলিল প্রকাশ জুুলুর পুত্র মোহাম্মদ ইসমাইল, টেকনাফ সদরের মৌলবিপাড়ার মোহাম্মদ হেলাল। জানা গেছে, রবিবার মধ্য রাতে কার যোগে টেকনাফ থেকে সাবরাং যাওয়ার পথে নুর আহমদ চেয়ারম্যান টেক (বাঁক) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জে চালক ও যাত্রী নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, শায়েস্তাগঞ্জ উপজেলাধীন সুরাবই-অলিপুর নামক স্থানে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহত মামুন প্রাইভেটকারের চালক। তার বাড়ি সিলেটের কদমতলী। অপর নিহত ব্যক্তির নাম মাসুদ আলী। তার প্যান্টের পকেটে একটি ট্যাবেকো কোম্পানির পরিচয়পত্র মিলেছে। পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। সোনারগাঁয়ে মোটরসাইকেল আরোহী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁওয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় দুটি কাভার্ডভ্যানের চাপায় বিল্লাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৪টায়। নিহত বিল্লাল হোসেন কাঁচপুর ইউনিয়নের বুড়িবাড়ী গ্রামের হেলালউদ্দিন ব্যাপারির ছেলে। জানা গেছে, তিন আরোহী একটি মোটরসাইকেল যোগে কাঁচপুর থেকে মদনপুর যাওয়ার পথে দুটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হয়। বরগুনার মোটরসাইকেল শ্রমিক নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, বামনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি হাওলাদার (২৫) নামে এক মোটরসাইকেল মেরামত শ্রমিক নিহত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার ছোনবুনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর হলতা গ্রামের নিজাম হাওলাদারের ছেলে। জানা গেছে, ছোনবুনিয়া বাজারে মোঃ কালামের মালিকানাধিন ওয়ার্কশপে শ্রমিকের চাকরি করত রাব্বি। একটি মোটরসাইকেল মেরামত করে তার ইঞ্জিন সঠিকভাবে মেরামত হয়েছে কিনা দেখতে নিজেই চালাচ্ছিল ওই মোটরসাইকেলটি। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকা নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে সোমবার সড়ক দুর্ঘটনায় তহুরা বেগম (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তহুরা বেগম বালিয়াডাঙ্গী উপজেলার রূপগঞ্জ গ্রামের বাসিন্দা শিক্ষক ফজলুল করিমের স্ত্রী। স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি থ্রি হুইলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে রাস্তা পার হতে গিয়ে এক সাইকেল আরোহী সাইকেলসহ থ্রি হুইলার সামনে পড়ে।
×