ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ৩ আসামির কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৪০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ৩ আসামির কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ ফেব্রুয়ারি ॥ অস্ত্র মামলায় তিন আসামির ১০ বছর করে সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। দ-প্রাপ্তরা হলোÑ ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামের গোলাম সরোয়ার হানিফ, ফয়জুল্লাহপুর গ্রামের আহাদ প্রামাণিক ও পান্না সরদার। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভেড়ামারা উপজেলার পদ্মানদীর রাইটা এলাকায় বালু বোঝায় একটি ট্রলারে অভিযান চালিয়ে ৩টি অবৈধ এলজি ও রাইফেলের ১০ রাউন্ড তাজা গুলিসহ গোলাম সরোয়ার হানিফ, আহাদ প্রামাণিক ও পান্না সরদারকে আটক করে। এ ব্যাপারে ২০১০ সালের ০৭ জুলাই ভেড়ামারা থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়। ইঁদুর মারা ট্যাবলেটে যুবকের মৃত্যু সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ বদরগঞ্জ পৌরসভার শংকরপুর ম-লপাড়া গ্রামের আলম মিয়া (৩০) নামে এক ট্রলি শ্রমিক ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিবু দৌল্লা বলেন, রবিবার রাত আটটায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আলম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টিউবওয়েলের পাইপে গ্যাস নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ সেলিম তালুকদার নামের এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ৫দিন ধরে একটি টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। এটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। জানাগেছে, উপজেলার বাশগাড়ী এলাকার কালাইরচর গ্রামের সেলিম তালুকদারের বাড়িতে কিছু দিন আগে ৭৫ফুট পাইপ মাটিতে পুতে একটি টিউবওয়েল প্রতিস্থাপন করেন। কিন্তু ৫দিন ধরে হঠাৎ করে ওই পাইপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের নির্দেশে বিষয়টি তদন্ত করার জন্য বাশগাড়ী সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সোমবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখতে পান পাইপ দিয়ে পানির সঙ্গে প্রচুর গ্যাস বের হচ্ছে। তিনি পাইপের মাথায় আগুন দিয়ে তা পরীক্ষা করে দেখেন।
×