ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৯ ফেব্রুয়ারি ॥ কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে পশ্চিম লেঙ্গুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে। এ দুই নেতা এরই মধ্যে বিদ্যালয়ের জমিতে ইটের গাঁথুনি দিয়ে দোকানঘর নির্মাণের কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, ১৯৭৬ সালে পশ্চিম লেঙ্গুরা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। এরপর ১৯৯৪ সালে জমিদাতা আমছর আলী ওই বিদ্যালয়ের নামে ৩২ শতক জমি রেজিস্ট্রি করে দেন। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। সম্প্রতি এ বিদ্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণের জন্য ৯৮ লাখ টাকা বরাদ্দ করে কর্তৃপক্ষ। ওই কাজ শুরু হওয়ার আগেই লেঙ্গুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুই শতক জমি দখল করে গত শুক্রবার রাতের আঁধারে সেখানে পাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসীর মধ্যে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষ যে জায়গাটি প্রাথমিকভাবে নির্বাচন করেছেÑ সে জায়গাটিতেই দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছেন তারা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে লেঙ্গুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, ‘এটি আমাদের ক্রয়কৃত সম্পত্তি। মৃত আমছর আলীর ছেলে তোফাজ্জল হোসেন ছয় মাস আগে আমাদের কাছে দলিলমূলে এ জমি বিক্রি করেছেন। তিনি দাবি করেন, বিদ্যালয়ের জমি আরও দক্ষিণ পাশে। তাদের কাছে জমি ক্রয় সংক্রান্ত বৈধ কাগজপত্র আছে বলেও দাবি করেন তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বলেন, ‘অভিযোগটি শুনেছি। শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ শাহজাদপুরে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গারাদহ ইউপির তালগাছি গরুর হাটে গড়ে ওঠা অবৈধ অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৯ ফেব্রুয়ারি ॥ মুকসুদ আলী মেমোরিয়াল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সোমবার সকালে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে প্রতিষ্ঠানটির দশম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ মেধাবী ছাত্রছাত্রীকে টাকা ও সনদ প্রদান করা হয়। মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আছহাব উদ্দিন খোকনের সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড. লতিফুর রহমান রতন, প্রাথমিক শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাকিয়া সুলতানা প্রমুখ।
×