ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভুবির ম্যাচে ভারতের দুই রেকর্ড

প্রকাশিত: ০৬:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ভুবির ম্যাচে ভারতের দুই রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ৫-১এ ওয়ানডে সিরিজ জয়ের পর টি২০তেও ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। ছোট্ট ফরমেটের প্রথম দ্বৈরথে প্রোটিয়াদের উড়িয়ে (২৮ রানের জয়) দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে বিরাট কোহলির দল। স্কোরÑ ভারত ২০৩/৫, দ. আফ্রিকা ১৭৫/৯। যুবেন্দ্র চাহালের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টি২০তে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার। ইনিংসে এই পেসারের বোলিং ফিগার ৪-০-২৪-৫। বুধবার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। দুর্ভাগ্য ইনজুরির জন্য সিরিজ থেকেই ছিটকে গেছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। সবমিলিয়ে রঙিন পোশাকে ঘরের মাটিতে জেরবার দক্ষিণ আফ্রিকা। রবিবার জোহানেসবার্গে ভারতের হয়ে ৩৯ বলে ৭২ রান করেন শিখর ধাওয়ান। অধিনায়ক কোহলি ফেরেন ২৬ রানে। ২৯ রান নিয়ে অপরাজিত থাকেন মানিশ পা-ে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে সফরকারীরা। এর মধ্য দিয়ে নতুন দুটি রেকর্ড গড়ে ভারত। একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের। অপরটি পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের। এক. এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০তে ২০০’র বেশি রান করল ভারত। এর আগে কখনই প্রোটিয়াদের বিপক্ষে ২০০ কিংবা তার বেশি রান করতে পারেনি টিম-ইন্ডিয়া। দুই. টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৭৮ রান সংগ্রহ করে ভারত। যা তাদের টি২০ ক্রিকেট ইতিহাসে প্রথম। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুরে পাওয়ার প্লেতে তারা তুলেছিল ৭৭ রান। এদিন সেটাকে পেছনে ফেলে তোলে ৭৮ রান। টেস্ট সিরিজে ২-১এ হার দিয়ে সফর শুরু করেছিল ভারত। কিন্তু ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় তারা। নিজেদের ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোন ফরমেটে প্রথমবারের মতো সিরিজ জয়ের (৫-১এ) স্বাদ পায় কোহলির দল। সেই তৃতীয় টেস্টের পর থেকে যেভাবে দাপটের সঙ্গে একের পর এক সাফল্য আসছে তাতে টি২০তেও ইতিহাস গড়ার সুযোগ তাদের সামনে।
×