ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোটারডাম ওপেনের চ্যাম্পিয়ন ফেদেরার

প্রকাশিত: ০৬:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

রোটারডাম ওপেনের চ্যাম্পিয়ন ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ সেমিফাইনাল জিতেই সবচেয়ে বেশি বয়সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের নতুন রেকর্ড গড়েছিলেন রজার ফেদেরার। রবিবার জিতে নিলেন ফাইনালও। রোটারডাম ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে ফেড এক্সপ্রেস এদিন ৬-২ এবং ৬-২ গেমে হারান বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভকে। সেই সঙ্গে ক্যারিয়ারের ৯৭তম শিরোপা জয়ের স্বাদ পেলেন ফেদেরার। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েই স্বরূপে ফেরার ইঙ্গিত দেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। পরবর্তীতে উইম্বলডনে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডস্লাম জেতেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন নতুন বছরেও। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ২০তম মেজর শিরোপা নিজের শোকেসে তোলেন ফেদেরার। কিন্তু এক বছরের ব্যবধানে তিনটি গ্র্যান্ডস্লাম জিতলেও শীর্ষস্থান দখল করে রেখেছিলেন ফেদেরারের চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কেটেই হারানো সিংহাসন ফিরে পান ফেদেরার। দখল করেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তার একদিন পর রোটারডাম ওপেনের শিরোপাও উঁচিয়ে ধরলেন তিনি। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ফেদেরার। জয়ে ফিরল জুভেন্টাস স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী দল টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করে জুভেন্টাস। সেই ড্রয়ের ফলে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙ্গে যায় তাদের। তবে ইতালিয়ান সিরি’এ লীগে ফিরেই জয়ের স্বাদ পেয়েছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। ইতালির শীর্ষ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে তোরিনোকে। তোরিনোর মাঠে এদিন প্রথমার্ধের ৩৩ মিনিটে একমাত্র গোলটি করেন আলেক্স সান্দ্রো। গোলপোস্টের খুব কাছে ফেদেরিকো বের্নারদেস্কির ক্রস পেয়ে ডান পায়ের শটে প্রতিপক্ষের জালে বল জড়ান জুভেন্টাসের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
×