ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে এক ম্যাচে ১০ হলুদ কার্ড, ৯ লাল কার্ড

কার্ডে পন্ড ফুটবল ম্যাচ

প্রকাশিত: ০৬:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮

কার্ডে পন্ড ফুটবল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল ঐতিহ্য ও সমৃদ্ধিশালী দেশ ব্রাজিল। কিংবদন্তি পেলের দেশে ফুটবল একটা সংস্কৃতি হিসেবে জড়িয়ে গেছে পরতে পরতে। কিন্তু সেই ছন্দময় ফুটবলের দেশ, সাম্বা নৃত্যের দেশ ব্রাজিলেই এবার ঘটল সবচেয়ে বাজে একটি ঘটনা। স্থানীয় একটি ম্যাচে রেফারি বাধ্য হয়েছেন ৯টি লাল কার্ড ও ১০টি হলুদ কার্ড দেখাতে। এরপর দাঙ্গা ছড়িয়ে পড়লে ম্যাচটিই ভ-ুল হয়ে যায়। বাহিয়া স্টেট চ্যাম্পিয়নশিপে বাহিয়া বনাম ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচে এমন ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধেই ছয় জন খেলোয়াড় হলুদ কার্ড পান। ৩৩ মিনিটে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভিক্টোরিয়া। বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটের সময় পেনাল্টি পায় বাহিয়া। তা থেকে গোল করেন ভিনিসিয়াস নামের এক খেলোয়াড়। গোলের পর নেচে উল্লাস করে বাহিয়ার খেলোয়াড়রা। এমন সময় ভিক্টোরিয়ার গোলরক্ষকসহ অন্য খেলোয়াড়রা বাহিয়ার খেলোয়াড়দের ওপর চড়াও হয়। দুই দলের মধ্যে বেধে যায় মারামারি। খেলা বন্ধ করে দেন রেফারি। ১৬ মিনিট খেলা বন্ধ থাকে। এ সময় ৮ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। এদের মধ্যে ছিলেন ভিক্টোরিয়ার ২ জন ও বাহিয়ার ৫ জন খেলোয়াড়। আবারও খেলা শুরু হওয়ার ১১ মিনিট পর ভিক্টোরিয়ার ২ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। যেহেতু ম্যাচ হতে সর্বনিম্ন সাতজন ফুটবলার প্রয়োজন। তা না থাকায় নিরূপায় হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। তবে এখানেই শেষ নয়, এবার খেলোয়াড়দের মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে এমন বিশৃঙ্খলার বিচার হবে আদালতে। ব্রাজিলের ক্রীড়া আদালতই সিদ্ধান্ত নেবে কি ধরনের পদক্ষেপ নেয়া উচিত। বাংলাদেশকে জিপিএস দিচ্ছে এএফসি স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ফুটবলের মান উন্নয়নে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) দেবে। ২০১৮ সালে দেশের ফুটবল উন্নয়নে এএফসি থেকে কি কি সুবিধা পেতে পারে বাফুফে, কোন কোন বিভাগে কি কি উন্নতি আনা যেতে পারে সে সব পর্যবেক্ষণে ঢাকায় এএফসির দুই প্রতিনিধি ডোমেকা গ্রামান্দি ও ইয়োগেস দেসাইয়ের বাংলাদেশ সফর। দুদিনের সফরের শেষ প্রান্তে সোমবার ডেভেলপমেন্ট কর্মকর্তা ইয়োগেস দেশাই জানান, ‘প্রেসিডেন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জিপিএস সিস্টেম দেয়া হবে, তবে বাফুফেকে চাইতে হবে। ২০২০ সালের মধ্যে ২ কোটি ৪০ লাখ টাকা পাবে বাফুফে, এ টাকা স্টেডিয়াম ও ফুটবল উন্নয়নে ব্যয় করবে। আরও ৩-৪টি মিনি আর্টিফিসিয়াল টার্ফ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফসি।’
×