ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেস্টের সেরা স্মিথ-লেয়ন, ওয়ানডেতে ফকর-আমির

প্রকাশিত: ০৬:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

টেস্টের সেরা স্মিথ-লেয়ন, ওয়ানডেতে ফকর-আমির

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্মেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচন করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফো। অভিজাত ঘরানার টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটিং পারফর্মেন্সে তুখোড় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথের, সাদা পোশাকে বোলিংয়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তারই সতীর্থ স্পিনার নাথান লেয়ন। ওয়ানডের সেরা পারফর্মারের দু’জনই আবার পাকিস্তানী, ব্যাটিংয়ে ফখর জামান, বোলিংয়ে মোহাম্মদ আমির। আর ক্রিকইনফোর চোখে টি২০’র সেরা ব্যাটিং পারফর্মেন্স ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, বোলিংয়ে তরুণ ভারতীয় লেগস্পিনার যুবেন্দ্র চাহাল, সেরা অভিষিক্ত তারই সতীর্থ চায়নাম্যান কুলদীপ যাদব। স্মিথ-বিরাট কোহলিদের ছাপিয়ে সেরা অধিনায়ক হয়েছেন ইংল্যান্ড নারী দলকে নেতৃত্ব দেয়া হিদার নাইট। তবে কোন বিভাগেই বাংলাদেশের কোন ক্রিকেটারের জায়গা হয়নি। টেস্টে গত বছরের পুরোটা সময়েই ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। তবে গত বছর ভারতের সঙ্গে পুনে টেস্টে ১০৯ রানের ইনিংসটি জুরি বোর্ড সেরা ইনিংস বলে ঘোষণা দিয়েছেন। ৫০ রানে ৮ উইকেট নেয়ায় টেস্ট বোলারদের মধ্যে সেরা হয়েছেন অসি স্পিনার নাথান লেয়ন। ওয়ানডের সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতানো ম্যাচে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসটি সেরা নির্বাচিত করেছেন ক্রিকইনফো জুরি বোর্ড। একই ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নেয়া মোহাম্মদ আমির হয়েছে ক্রিকইনফো ওয়ানডে’র সেরা বোলার। টি২০র সেরা ব্যাটিং পারফর্মার উইন্ডিজের এভিন লুইস। ভারতের বিপক্ষে কিংস্টনে অপরাজিত ১২৫ রানের ইনিংসটি তাকে টি২০তে সেরা পারফর্মার নির্বাচিত করেছে। ইংল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে ২৫ রানে ৬ উইকেট নিয়ে টি২০’র সেরা বোলিং পারফর্মার হয়েছেন ভারতের লেগস্পিনার যুবেন্দ্র চাহাল। এবারের একাদশতম ক্রিকইনফো এ্যাওয়ার্ডের জুরি বোর্ডে ছিলেন- ইয়ান চ্যাপেল, কোর্টনি ওয়ালশ, রমিজ রাজা, ড্যারেল কালিনান, অজিত আগারকার, মার্ক নিকোলস ও সিনিয়র সম্পাদকরা। বিগত বছরগুলোতে মিচেল জনসন, শচীন টেন্ডুলকর, লাসিথ মালিঙ্গা, ডেল স্টেইন, বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, স্টুয়ার্ট ব্রড ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা ক্রিকইনফো এ্যাওয়ার্ড পেয়েছিলেন। ক্রিকইনফো পারফর্মেন্স এ্যাওয়ার্ড-২০১৭ ১. টেস্টে সেরা ব্যাটিং পারফর্মেন্স- স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ২. টেস্টে সেরা বোলিং পারফর্মেন্স- নাথান লেয়ন (অস্ট্রেলিয়া) ৩. ওয়ানডের ব্যাটিং পারফর্মেন্স- ফখর জামান (পাকিস্তান) ৪. ওয়ানডের সেরা বোলিং পারফর্মেন্স- মোহাম্মদ আমির (পাকিস্তান) ৫. সেরা অধিনায়ক- হিদার নাইট (ইংল্যান্ড প্রমীলা ক্রিকেট দল) ৬. টি২০’র সেরা ব্যাটিং পারফর্মেন্স- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ৭. টি২০’র সেরা বোলিং পারফর্মেন্স- যুবেন্দ্র চাহাল (ভারত) ৮. সেরা অভিষিক্ত ক্রিকেটার- কুলদীপ যাদব (ভারত) ৯. সহযোগী দেশের বর্ষসেরা ব্যাটিং পারফর্মেন্স- কাইল কোয়েতজার (স্কটল্যান্ড) ১০. সহযোগী দেশের বর্ষসেরা বোলিং পারফর্মেন্স-রশিদ খান (আফগানিস্তান)
×