ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আয়বৈষম্য প্রকট

প্রকাশিত: ০৬:০৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশে আয়বৈষম্য প্রকট

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের ইমেরিটাস প্রফেসর ড. আজিজুর রহমান খান বলেছেন, ‘এ দেশে (বাংলাদেশে) দ্রুতগতিতে দারিদ্র্য কমলেও সেই হারে কমছে না আয়-বৈষম্য। বরং ক্ষেত্র বিশেষে বাড়ছে। আমেরিকা ও বাংলাদেশের আয়-বৈষম্য ভিন্ন ধরনের। যে বিচারেই হোক না কেন বাংলাদেশের আয় বৈষম্য প্রকট। এছাড়া আমাদের যেসব সম্ভাবনা আছে তা কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে, উন্নয়নের জন্য রাজনৈতিক গণতন্ত্র খুবই জরুরী। আয়-বৈষম্য দূর করতে সামাজিক এবং রাজনৈতিকভাবে আমাদের কাজ করতে হবে।’ মৌলিক অর্থনীতি বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ব্যাংক-২০১৭’ পুরস্কার গ্রহণ করে রবিবার সন্ধ্যায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার হাতে এই পুরস্কার তুলে দেন। যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন ড. আজিজুর রহমান খান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক মরহুম ড. মাহবুব হোসেন (মরণোত্তর)। মরহুমের উত্তরাধিকারীর হাতে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়েছে। পুরস্কারের সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট এবং নগদ দুই লাখ টাকা প্রদান করা হয়।
×