ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিও আবেদন শুরু ১৮ মার্চ

প্রকাশিত: ০৬:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিও আবেদন শুরু ১৮ মার্চ

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ারে আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮মার্চ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। কোম্পানির ইস্যু ব্যবস্থাপক এএফসি ক্যাপিটাল লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬২৪তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে। উত্তোলিত টাকায় এলপিজি বোতলজাতকরণ ও ডিস্ট্রিবিউশন প্লান্ট স্থাপন এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে। গত ৫ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×