ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হচ্ছে চীনা কনসোর্টিয়াম

প্রকাশিত: ০৬:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হচ্ছে চীনা কনসোর্টিয়াম

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পার্টনার করতে শীঘ্রই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রস্তাবনা পাঠাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম সাংবাদিকদের বলেন, সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পার্টনার করতে আগের সভায় যে অনুমোদন দেয়া হয়েছিল; সোমবার সেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন যত দ্রুত সম্ভব আমরা বিএসইসিতে ডিএসইর এই প্রস্তাবনা পাঠাবো। এই প্রস্তাবের পর নিয়ন্ত্রক সংস্থা তা আইনগতভাবে যাচাই করে তাদের সিদ্ধান্ত জানাবে। বিএসইসির সিদ্ধান্তের পর পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, এ ব্যাপারে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককেই দায়িত্ব দেয়া হয়েছে। তার নেতৃত্ব এই প্রস্তাবনা জমা দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, আমরা ডিএসইর প্রস্তাবনা এ সপ্তাহের মধ্যে জমা দেব। তবে সেটা হবে খুব শীঘ্রই।
×