ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

প্রকাশিত: ০৬:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩৫৮ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৬৩ কোটি ৭ লাখ টাকা কম। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, ইউনিক হোটেল, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, মুন্নু সিরামিকস, জাহিন স্পিনিং, স্কয়ার ফার্মা, ফাইন ফুড, ফুওয়াং ফুড এবং লংকা-বাংলা ফাইন্যান্স। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৯৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ১২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৬৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট কমে এক হাজার ৩৮৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।
×