ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুইফটে হ্যাকিং

প্রকাশিত: ০৬:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সুইফটে হ্যাকিং

সাইবার আক্রমণের শিকার হয়েছে ভারতের সিটি ইউনিয়ন ব্যাংক। ‘সাইবার অপরাধীরা’ সিস্টেমের নাগাল পেয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রধান নির্বাহী। ব্যাংক কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, এই সাইবার আক্রমণে বিশ্বব্যাপী ব্যাংকগুলোর অর্থ লেনদেনের প্লাটফর্ম সুইফটের মাধ্যমে ব্যাংকটি থেকে তিনটি অননুমোদিত লেনদেনে ২০ লাখ ডলার পাঠানো হয়েছে। এর মধ্যে তিনটি ‘জাল লেনদেন’ শনাক্ত করার তথ্য প্রকাশ করে ব্যাংকটি। এরপরই এই সাইবার আক্রমণের বিষয়টি সামনে আসে। এই তিনটি লেনদেনে দুবাই, তুরস্ক আর চীনের এ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। এই ঘটনা একাধিক দেশকে নিয়ে একটি ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন ব্যাংকটির প্রধান নির্বাহী কামাকোদি। কীভাবে এই আক্রমণ ঘটল তা দেখতে ব্যাংকটি এখনও তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি। ফোনে এক সাক্ষাতকারে তিনি রয়টার্সকে বলেন, এটি মূলত আন্তর্জাতিক সাইবার অপরাধীদের করা একটি সাইবার আক্রমণ। এই আক্রমণে এখন পর্যন্ত অভ্যন্তরীণ কোন কর্মীর জড়িত থাকার কোন প্রমাণ মেলেনি বলেও জানান কামাকোদি। চলতি সপ্তাহের শুরুতেই ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক ঘোষণায় জানায়, তারা ১৭০ কোটি ডলার জালিয়াতির শিকার হয়েছে। এই জালিয়াতিতে ব্যাংক কর্মীরা অননুমোদিত ঋণ দেয়ার বিষয়টি যুক্ত বলে সন্দেহ প্রকাশ করা হয়। সিটি ইউনিয়ন ব্যাংক জানায়, তারা তিনটি লেনদেনের মধ্যে একটি বন্ধ করতে সক্ষম হয়েছেন। এই লেনদেনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিউইয়র্কের একটি এ্যাকাউন্টের মাধ্যমে দুবাইভিত্তিক একটি ব্যাংকের এ্যাকাউন্টে পাঁচ লাখ ডলার পাঠানো হয়েছিল। -ওয়েবসাইট
×