ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা ফ্লোরিডা শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৪:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা ফ্লোরিডা শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা পরিকল্পনার ঘোষণা দিয়েছে। মার্কিন অস্ত্র আইন সংস্কারের দাবি জানাতে তারা রবিবার এ পরিকল্পনার ঘোষণা দেয়।-খবর এএফপির। শিক্ষার্থীদের একটি গোষ্ঠী ‘দিস উইক’ এবিসি নিউজকে জানিয়েছে, তারা ২৪ মার্চ সারাদেশব্যাপী ‘মার্চ ফর আওয়ার লাইভস’ শিরোনামে একটি পদযাত্রা করবে। বুধবার দেশটির পার্কল্যান্ডে সংগঠিত বন্দুক হামলার প্রতিবাদে রাজনীতিবিদদের জন্য লজ্জার এই পদযাত্রাটি করবে। যাতে তারা অস্ত্র আইন সংস্কার করতে বাধ্য হয়। অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে এমা গনজালেস (১৮) অন্যতম। এমা তার জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে ইতোমধ্যে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্দুক লবিদের কাছ থেকে শত শত কোটি ডলার অনুদান তার নির্বাচনী প্রচারের সময় গ্রহন করেছিলেন বলে অভিযোগ করে। রবিবার এক স্মরণসভায় এমা বলে, স্টোনম্যান ডগলাস স্কুলই যেন হয় শেষ বন্দুক হামলার ঘটনা। পাশাপাশি সে রাজনীতিবিদদের বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে সংলাপে যোগ দেয়ার জন্য আহ্বান জানায়। সে প্রেসিডেন্ট ট্রাম্প, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ও গবর্নর রিক স্কটকেও আহ্বান জানায় বন্দুক আইন সংস্কারের পক্ষে কথা বলার জন্য। সে বলে, আমরা চাই তাদেরকে একটি সুযোগ দিতে যাতে তারা তাদের দিক থেকে সঠিক কাজটি করতে পারেন। সে ও তার চার সহপাঠী সারাদেশব্যাপী বার্তাটি ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র আইনে আগ্নেয়াস্ত্র হাতে পাওয়া একেবারে সহজ।
×