ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা আদালতের সিদ্ধান্ত ॥ কাদের

প্রকাশিত: ০৪:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা আদালতের সিদ্ধান্ত ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা আদালতের সিদ্ধান্ত, সরকারের নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেটা আদালতের বিষয়, সরকারের বিষয় নয়। আদালতের বিষয় মাঠে টেনে আনা ঠিক হবে না। নির্বাচনে অংশ নিতে দেয়ার এখতিয়ার একমাত্র আদালতের, আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমার একটা প্রশ্ন খালেদা জিয়ার মামলার রায়ের আগের দিন (৭ ফেব্রুয়ারি) দলের গঠনতন্ত্র থেকে ৭ নম্বর ধারা কেন তুলে নেয়া হলো? এটা আমার একটু জানার আগ্রহ আছে। কারণ আমি যতদূর জানি, ৭ নম্বর ধারায় ছিল- কুখ্যাত, দুর্নীতিবাজ ও দেউলিয়ার বিরুদ্ধে দলের রক্ষাকবচ। হঠাৎ কেন এই ধারা তুলে নেয়া হলো? বিএনপি আসলে সব পারে। দলের কাউন্সিল ছাড়া গঠনতন্ত্র পরিবর্তন করতে পারে একথা উল্লেখ করে কাদের বলেন, যেটা আওয়ামী লীগ কল্পনাও করতে পারে না। তাহলে এই ৭ নম্বর ধারা পরিবর্তনের মধ্য দিয়ে তারা কি দুর্নীতিবাজ, দেউলিয়া ও দণ্ডিত ব্যক্তির পক্ষে লাইসেন্স দিয়ে দিল? এখন যে কোন ও দুর্নীতিবাজ, দেউলিয়া ও দণ্ডিত ব্যক্তি বিএনপির নেতা হতে পারবেন। দণ্ডিত ও পলাতক ব্যক্তিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতেই তড়িঘড়ি করে গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা বাদ দিয়েছে দলটি। এ বিষয়ে বারবার জানতে চাইলেও তারা অন্যদিকে চলে যায়। আমি ও দেশবাসী বিষয়টি পরিষ্কারভাবে জানতে চাই। তারা কি দুর্নীতিবাজ ও দণ্ডিত ব্যক্তিদের নিয়ে কাজ করবে? তাদের গলার কাঁটা হবে দলের গঠনতন্ত্র থেকে ৭ নম্বর ধারা তুলে নেয়া। গঠনতন্ত্র থেকে ৭ নম্বর ধারা তুলে নিয়ে বিএনপি নিজেই নিজেদের ফাঁদে পড়েছে বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
×