ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

চাঁদপুরে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ২ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা করা গ্রামের পল্লী চিকিৎসক আবুল বাসার (বাসু ডাক্তার) কে হত্যার অপরাধে মনির হোসেনকে (২৫) মৃত্যুদণ্ড, আব্দুল আজিজ (২৩) ও আমির হোসেনকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে ৩টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত মনির হোসেন উপজেলার পদুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মোঃ আব্দুল আজিজ উপজেলার দেবকরা গ্রামের ছিদ্দিকুর রহমানের এবং আমির হোসেন একই গ্রামের আবুল বাশারের ছেলে। হত্যার শিকার পল্লী চিকিৎসক আবুল বাসার (বাসু ডাক্তার) দেবকরা গ্রামের মৃত হাফেজ আলী আশরাফের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন। কক্সবাজারে দুইজনের যাবজ্জীবন ॥ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, রামুর বহুল আলোচিত শিশু কলি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার কক্সবাজার দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল ইসলাম এ রায় দেন। দ-াদেশপ্রাপ্ত আসামিরা হলেন- কচ্ছপিয়া ইউনিয়নের ছিদ্দিক আহমেদের পুত্র আবু আলম মনিক্যা ও আবুল কালামের পুত্র আব্দুল গফুর। উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ মে পারিবারিক বিরোধের জের ধরে রামু কচ্ছপিয়ার বাসিন্দা মনজুর আলমের ৮ বছর বয়সী ছেলে আবু রাহাম কলিকে পার্শ¦বর্তী কচুবনিয়া লেবু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ হত্যা করে।
×