ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসামি তাহেরের পক্ষে যুক্তিতর্ক পেশ

প্রকাশিত: ০৪:৪২, ২০ ফেব্রুয়ারি ২০১৮

আসামি তাহেরের পক্ষে যুক্তিতর্ক পেশ

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। আসামি হাফেজ মাওলানা আবু তাহেরের পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী জসিম উদ্দিন। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। তিনি যুক্তিতর্কে বলেন, আসামি হাফেজ মাওলানা আবু তাহের কোন ভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি সম্পূর্ণ নির্দোষ। রাষ্ট্রপক্ষ তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি। পরবর্তীতে অসমাপ্ত যুক্তিতর্কের জন্য ঐ দিন নির্ধারণ করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। সোমবার ছিল যুক্তিতর্ক পেশ করার ৪৬তম দিন। গত ১ জানুয়ারি মামলার সব আসামিদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক পেশ শেষ করে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত ২৩ অক্টোবর থেকে যুক্তিতর্ক শুরু হয়।
×