ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে আগুনে পুঁড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশিত: ০০:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

সীতাকুন্ডে আগুনে পুঁড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুঁড়ে মো.ইব্রাহিম (১১) নামে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। পাশাপাশি অগ্নিকান্ডে মালামালসহ ৮টি বসতঘর সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার সকাল ১১ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকার জসিমের মালিকানাধীন ভাড়াঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিরশ্বরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকার হারুনুর রশিদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়,সকালে রান্নার সময় হারুনুর রশিদের রান্না ঘরে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এত মহুত্বের মধ্যে ভয়াবহ আগুনের দাবানল তার বসতঘরের পাশাপাশি আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।এদিকে বিস্ফোরণের পর বসতরঘরে লোকজন বাইরে বেরিয়ে এলেও ভেতরে আটকা পড়েন প্রতিবন্ধী ইব্রাহিম। এসময় আগুণে পুঁড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনেন। সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন পাশা জানান,‘অগ্নিকান্ডের খবরে আমরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে আশপাশের দোকানপাট ও অর্ধ শতাধিক বসতঘরকে ভয়াবহ আগুনের দাবানল থেকে রক্ষা করা গেলেও আগুনে ৮টি বসতঘর ও ঘরের সকল মালামাল পুঁড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা হয়নি।
×