ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শহিদুল-লিজা কার্টিস বৈঠক

রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে

প্রকাশিত: ০৮:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে

মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়ার পর সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে শনিবার জাতীয় নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্টের উপসহকারী এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উর্ধতন পরিচালক লিজা কার্টিসের সঙ্গে পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হকের এক বৈঠকে এই আশ্বাস প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বৈঠকে কার্টিস জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ানমার থেকে বাস্তুচ্যুত দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন। খবর বাসসর। বৈঠকে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। কার্টিস মার্কিন প্রশাসনের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির কিছু বিষয় বৈঠকে তুলে ধরেন। পররাষ্ট্র সচিব শহিদুল হক পরে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যালিস ওয়েলসের সঙ্গে সাক্ষাত করেন। বৈঠকে ওয়েলস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বিষয়টির সঙ্গে একমত এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়াকে একটি সাহসী মনোভাবের পরিচয় বলে উল্লেখ করেছেন। বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র সচিব হক পরে মার্কিন পররাষ্ট্র দফতরে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, উদ্বাস্তু এবং মাইগ্রেশন বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারীমন্ত্রী মার্ক স্টোরেলার সঙ্গেও সাক্ষাত করেন। বৈঠকে বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ায় স্টোরেলা বাংলাদেশের উচ্ছসিত প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রেহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
×