ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথম টি ২০ তে জিতল ভারত

প্রকাশিত: ০৮:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রথম টি ২০ তে জিতল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে রবিবার ২৮ রানে জিতেছে ভারত। এতে করে টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কোহলির দল। ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং করে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং করার সুযোগ পেয়ে শিখর ধাওয়ানের ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০৩ রান করে ভারত। জুনিয়র ডালা ২ উইকেট নেন। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের রিজা হেনডরিক্স ৭০ রান করেন। ভুবনেশ্বর কুমার নেন ৫ উইকেট। ভুবনেশ্বর বোলিং ঝলক না দেখালে জিতেও যেতে পারত প্রোটিয়ারা। আর তাই ম্যাচের নায়ক হিসেবে বেছে নেয়া হয় ভুবনেশ্বরকেই। দক্ষিণ আফ্রিকা সফরে শুরুতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারে ভারত। এরপরই ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-১ ব্যবধানে জিতে। এবার জোহানেসবার্গে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টিতে জিতে এগিয়ে গেছে ভারত। বুধবার সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। স্কোর ॥ ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ভারত ইনিংস ২০৩/৫; ২০ ওভার (ধাওয়ান ৭২, পান্ডে ২৯*, কোহলি ২৬; ডালা ২/৪৭)। দক্ষিণআফ্রিকা ইনিংস ১৭৫/৯; ২০ ওভার (হেনডরিক্স ৭০, বেহারডিয়েন ৩৯; ভুবনেশ্বর ৫/২৪)। ফল ॥ ভারত ২৮ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ ভুবনেশ্বর কুমার (ভারত)।
×