ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ রসায়ন, অধ্যায়-১ ॥ রসায়নের ধারণা

প্রকাশিত: ০৬:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ রসায়ন, অধ্যায়-১ ॥ রসায়নের ধারণা

(পূর্ব প্রকাশের পর) ৮১। কোন বিক্রিয়ক নিজে নিজে বিক্রিয়া করতে পারে? উত্তর : পার অক্সাইড ৮২। কোন রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে? উত্তর : ট্রিফয়েল ৮৩। কত সালে জাতিসংঘের উদ্যেগে পরিবেশ ও উন্নয়ন নামে সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর : ১৯৯২ সালে ৮৪। ইলেকট্রনিক মিডিয়াগুলোতে কোন রাসায়নিক পদার্থের ব্যবহার বেশি হচ্ছে? উত্তর : তামা ৮৫। একটি ইলেকট্রনের ভর কত? উত্তর : 9.11 X 10-28 g ৮৬। ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে? উত্তর : ক্যান্সার ৮৭। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? উত্তর : মিথেন ৮৮। কালি কীভাবে তৈরি করা হয়? উত্তর : কাঠ ও কয়লা পুড়িয়ে ৮৯। অ্যারোসল কী কাজে ব্যবহৃত হয়? উত্তর : অ্যারোসল মশা তাড়াবার কাজে ব্যবহৃত হয়। ৯০। বৃত্তের ওপর আগুনের শিখা কিসের সংকেত? উত্তর : জারক গ্যাস বা তরল পদার্থের সংকেত। ৯১। প্রিজারভেটিভস কী? উত্তর : যেসব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমাণে ব্যবহার করে বিভিন্ন খাদ্যসামগ্রী বিশেষ করে জুস, সস, কেক, বিস্কুট প্রভৃতি প্রক্রিয়াজাত করে দীর্ঘসময় সংরক্ষণ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে। ৯২। তেজষ্ক্রিয় রশ্মি কী? উত্তর : তেজষ্ক্রিয় পদার্থ থেকে অনবরত যেসকল রশ্মি নির্গত হয় তাদেরকে তেজষ্ক্রিয় রশ্মি বলে। ৯৩। ফল পাকার সময় কোন প্রক্রিয়া ঘটে? উত্তর : জৈব রাসায়নিক প্রক্রিয়া ৯৪। ট্রিফয়েল কী? উত্তর : অতিরিক্ত ক্ষতিকর তেজষ্ক্রিয় রশ্মি চিহ্নটিকে ট্রিফয়েল বলে। ৯৫। খাদ্যের প্রয়োজনীয় উপকরণ আমিষ কোন ধরনের যৌগ? উত্তর : জৈব যৌগ ৯৬। ভূগর্ভের তাপ ও চাপের প্রভাবে উদ্ভিদজাত পদার্থের রাসায়নিক পরিবর্তনে কী উৎপন্ন হয় না? উত্তর : অপরিশোধিত তেল
×