ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইটভাঁটিতে মাটি চাপায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ০৬:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ইটভাঁটিতে মাটি চাপায় স্কুল  ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৮ ফেব্রুয়ারি ॥ নিজের লেখাপড়ার খরচ ও সংসারের অভাব দূর করার লক্ষ্যে ইটভাঁটিতে কাজ করতে গিয়েছিল অষ্টম শ্রেণীর ছাত্র জনি (১৪)। কিন্তু বিধি বাম। কাজ করার সময় মাটি চাপা পড়ে সে নিহত হয়। ঘটনাটি রবিবার সন্ধ্যায় জেলার আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামে ঘটেছে। জানা যায়, আক্কেলপুরের আবাদপুর গ্রামের ছায়ের আলীর পুত্র জনি আক্কেলপুর ভানুরকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সংসারে অভাব থাকায় নিজের লেখাপড়ার খরচ জোগানো তার পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এছাড়া সংসারে অভাব তো রয়েছেই। তাই লেখাপড়ার খরচ এবং সংসারের এই অভাব দূর করার লক্ষ্যে জনি পার্শ্ববর্তী শান্তা গ্রামের একটি ইটভাঁটিতে প্রথমবারের মতো শ্রমিকের কাজ করতে যায় রবিবার। কাজ করার সময় সে মাটিতে চাপা পড়ে।
×