ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৬:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 মীরসরাইয়ে বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবিতে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি ॥ বিসিএস (কৃষি / চিকিৎসা/ ভেটেরিনারি) ক্যাডারের মতো বিসিএস টেক্সটাইল ক্যাডারের দাবিতে মীরসরাইয়ের রাজপথে মানববন্ধন ও সমাবেশ করে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্মুখভাগের জোরারগঞ্জ-নোয়াখালী উপসড়ক সংযোগস্থল ক্যাম্পাসের সামনেই এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ৫ শতাধিক শিক্ষার্থী তাদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানারসহ মানববন্ধন করে। প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি পাঠ করে ছাত্রনেতৃবৃন্দ। মানববন্ধন শেষে সমাবেশকালে বক্তব্য রাখেন বিএসসি ৩য় বর্ষের শিক্ষার্থী ছালেহ নাসিম, ফয়েজ আহমেদ রেজা, কনিকা আক্তার, মুনতাসির সুয়াইব, খালিদ সাইফুল প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই ছিল পোশাক ও টেক্সটাইল শিল্পকে আরও শক্তিশালী নিরাপদ সক্ষমতায় উন্নীতকরণ। সরকারের এই লক্ষ্য অর্জনের জন্য পোশাক ও বস্ত্র শিল্প কর্তৃপক্ষ উক্ত শিল্পের প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে, এতে করে গোটা জাতি এখন পৃথিবীর উন্নত বিশ্বে মাথা উঁচু করার সক্ষমতায়। কিন্তু আমাদের বস্ত্র প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে। উক্ত মানববন্ধন ও সমাবেশ এর দাবি সম্পর্কে উক্ত জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ ঈসমাঈল মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে আমরাও একমত। তিনি বলেন, এই কলেজে পড়ালেখা করে অনেকে এখন এখানে ও বিভিন্ন বস্ত্র প্রকৌশলের শিক্ষক। কিন্তু মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বে ও অনেকেই সাধারণ মর্যাদা থেকেও বঞ্চিত। এক্ষেত্রে সরকার যদি শিক্ষার্থীদের এই দাবি মেনে নেয়, তাহলে সকলের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলার সমৃদ্ধতায় সকলেই স্বগর্বের অংশীদার হতে সক্ষম হবো আমরা। এ সময় অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীদের উক্ত দাবির পক্ষে ঐকমত্য প্রকাশ করেন।
×