ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জ্বলছে ৬ হাজার বছর ধরে

প্রকাশিত: ০৬:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

জ্বলছে ৬ হাজার বছর ধরে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মাউন্ট উইংগেন অর্থাৎ বার্নিং মাউন্টেনের ভূঅভ্যন্তরে ৬ হাজার বছর ধরে আগুন জ্বলছে। কিভাবে এই আগুনের সৃষ্টি হয়েছিল তা জানা সম্ভব হয়নি। তবে ওই অঞ্চলের ঐতিহাসিক সম্প্রদায় ওয়ানারুয়াহর লোকজনের মতামত অনুসারে, আদিবাসী মানুষ হাজার হাজার বছর ধরে তাদের উষ্ণতার জন্য, রান্নাবান্নার জন্য এবং যন্ত্রপাতি তৈরির জন্য এই আগুন ব্যবহার করে আসছে। -সায়েন্স এ্যালার্ট
×