ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্তিম ঘণ্টা না বাজাতে চাইলে নির্বাচনে অংশ নিন ॥ বিএনপিকে কামরুল

প্রকাশিত: ০৬:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 অন্তিম ঘণ্টা না বাজাতে চাইলে নির্বাচনে অংশ নিন ॥ বিএনপিকে কামরুল

বিশেষ প্রতিনিধি ॥ অন্তিম ঘণ্টা না বাজাতে চাইলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের বিএনপি খালেদাকে নিয়ে নির্বাচনে আসবে নাকি তাঁকে ছাড়া আসবে সেটা তাদের সিদ্ধান্ত। তবে নির্বাচন কারও জন্য থেমে থাকবে না, নির্বাচন যথা সময়েই হবে। আপনারা যদি বিএনপির মৃত্যু ঘটাতে না চান, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা কোন দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। রবিবার জাতীয় প্রেসক্লাবের সেমিনার হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মামলায় রায়ের অনুলিপি পাওয়ার দেরির জন্য বিএনপিকে দোষারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সার্টিফাইড কপির জন্য বিএনপির পক্ষ থেকে কোন দরখাস্ত দেয়া হয়নি। তারা দরখাস্ত দিয়েছে দু-দিন পরে। অর্থাৎ অহেতুক তারা বিলম্ব করে রবিবারে দরখাস্ত দিয়েছে। তিনি বলেন, একইভাবে বিএনপির আইনজীবীরা ডিভিশন প্রাপ্তির বিষয়ে দরখাস্ত দিয়েছে দু’দিন পর। এগুলোর কারণ, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং অহেতুক একটা ধুম্রজাল সৃষ্টির চেষ্টা। তিনি বলেন, রায়ের সার্টিফাইড কপি অবশ্যই তারা পাবেন, আদালতে নির্ধারিত সময়ের মধ্যে। সার্টিফাইড কপি টাইপ হলেই তারপর তারা পাবেন। এখানে সরকারের কোন বিষয় নেই, এটা আদালতের বিষয়।
×