ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইউবিতে প্রশিক্ষণ সেমিনার

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

এইউবিতে প্রশিক্ষণ সেমিনার

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ ১৬ ফেব্রুয়ারি দেশী-বিদেশী শিক্ষকদের জন্য (ডেভেলপিং হিউম্যান ইন্টেলিজেন্স থ্রো এডুকেশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এনামুল হক খান। মডারেটর ছিলেন বিভাগীয় প্রধান এস. এম. গোলাম রাব্বানী। ফ্যাসিলিটেটর হিসেবে বিভাগীয় শিক্ষক আরিফুর রহমান ও নূরুল ইমরান বিষয়বস্তু উপস্থাপন করেন। বর্তমান বিশে^ প্রতিষ্ঠানের সাফল্য তার মানব সম্পদের শুধু বুদ্ধিমত্তার উপরই নির্ভরশীল নয়;বরং তা তাদের আবেগিক ও আত্মিক বুদ্ধিমত্তার উপর শতভাগ নির্ভরশীল। প্রশিক্ষণে মানবিক বুদ্ধিমত্তা বিকাশের বিভিন্ন দিক আলোচনা করা হয়। বুদ্ধিমত্তা, বহুমাত্রিক বুদ্ধিমত্তা, আবেগিক বুদ্ধিমত্তা ও আত্মিক বুদ্ধিমত্তা ভিন্ন ভিন্ন সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, অভিজ্ঞতা শেয়ারিং ও ব্রেইন স্টোর্মিং পদ্ধতিতে আলোচনা করা হয়।-বিজ্ঞপ্তি
×