ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মূলমন্ত্র দেশপ্রেম॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

মূলমন্ত্র দেশপ্রেম॥ সংস্কৃতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শেখ হাসিনার পরিকল্পনার চিত্র তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন তখনই পরিকল্পনা করেছিলেন, দায়িত্বে আসলে কী ভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। এখন তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সাফল্যের মূলমন্ত্র হলোÑদেশপ্রেম, কতর্ব্যনিষ্ঠা ও সামগ্রিক পরিকল্পনা। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘হাসুমণি’র পাঠশালা’ আয়োজিত ‘শেখ হাসিনার উন্নয়ন দর্শন: নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘হাসুমণি’র পাঠশালা’র সভাপতি মারুফা আক্তার পপি’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন, শহীদ বুদ্ধিজীবী সন্তান ড. তৌহীদ রেজা নূর ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী প্রমুখ।
×