ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোহিনির বাজিমাত

প্রকাশিত: ০৫:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

সোহিনির বাজিমাত

লন্ডনে অঙ্কের আসরে বাজিমাত করল ৮ বছরের বাঙালী মেয়ে সোহিনি রায় চৌধুরী। সেখানে এক প্রতিযোগিতায় দ্রুত ও নিখুঁতভাবে অঙ্ক করেছে সে। আর এর মাধ্যমে নাম লিখিয়েছে ‘ওয়ার্ল্ড হল অব ফেম’ এর বিশ্বের প্রথম ১০০ ‘বিস্ময় শিশু প্রতিভা’র তালিকায়। কত তাড়াতাড়ি পাটিগণিতের অঙ্ক করতে পারে স্কুলপড়ুয়া শিশুরা। এ রকমই একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘ম্যাথলেটিক্স’ নামে একটি অনলাইন সংস্থা। যারা ব্রিটেনের প্রাথমিক স্কুল পড়ুয়াদের অনলাইনে অঙ্ক শেখায়। ওয়ার্ল্ড হল অব ফেমের ওই প্রতিযোগিতায় ব্রিটেনের সব প্রাথমিক স্কুলসহ অনেক দেশের স্কুলের শিশুরা অংশ নেয়। সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে সোহিনি ১০০ জনের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে। তার বাবা মৈনাক রায়চৌধুরী পেশায় এ্যাকউন্ট্যান্ট। ফিনান্সে এমবিএ ডিগ্রী রয়েছে তার। প্রপিতামহ ডি এন রায় স্কটল্যান্ড থেকে লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রী নিয়ে এখন কাজ করছেন ভারতীয় রেলে। সোহিনির বাবা মৈনাক বলছেন, ‘আমাদের বংশগতির ধারাতেই এই প্রতিভা পেয়েছে সোহিনি।’ সোহিনির জন্ম ভারতের রাজধানী দিল্লীতে হলেও সে পড়ে বার্মিংহামের নেলসন প্রাইমারী স্কুলে। এ বছরের শুরুতে সোহিনি এ প্রতিযোগিতায় অংশ নেয়। -ওয়েবসাইট অবলম্বনে।
×