ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জ থেকে বগুড়া গিয়ে ধরা পড়ল প্রশ্নফাঁস চক্রের এক সদস্য

প্রকাশিত: ০৫:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

গোপালগঞ্জ থেকে বগুড়া গিয়ে ধরা পড়ল প্রশ্নফাঁস চক্রের এক সদস্য

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার হয়েছে। রবিবার সকালে রবিউল আলম (১৯) নামে ওই যুবককে শহরের জহুরুল নগর এলাকা থেকে র‌্যাব গ্রেফতার করে। সে গোপালগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রশ্নপত্র ফাঁস কারবারে সে বগুড়ায় এসেছিল। র‌্যাব-১২ বগুড়া স্পেশালাইজড কোম্পানি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিউলকে সকাল ৯টার দিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকাসহ এই নেটওয়ার্কের বিস্তারিত তথ্য প্রকাশ করে। র‌্যাব জানায়, এই চক্রের অন্যতম হোতা সোহান পারভেজ নামে এক যুবক। তার ফেসবুক আইডি প্রশ্নপত্র ফাঁস কারবারে ব্যবহার হয়ে আসছিল। সোহানও একাদশ শ্রেণীর শিক্ষার্থী। চক্রটি ইন্টারনেটে ম্যাসেঞ্জার এ্যাপলিকেশনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও এর উত্তর বিতরণ এবং পরে বিকাশের মাধ্যমে চুক্তির টাকা সংগ্রহ করে আসছিল। ম্যাসেঞ্জারে এই চক্র পরীক্ষার বিষয় নাম দিয়ে দিয়ে একাধিক গ্রুপ তৈরি করে। শিক্ষার্থীদের নানাভাবে প্রলুদ্ধ করে তারা প্রথমে গ্রুপের সদস্য করে নেয়। এক একটি গ্রুপে এক থেকে দেড় শ’ জন পর্যন্ত সদস্য রয়েছে। পরীক্ষার আগের রাতে সৃজনশীল অংশের প্রশ্ন হাতে লিখে ম্যাসেঞ্জারের মাধ্যমে ফাঁস করে। আর পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে এমসিকিউ অংশের প্রশ্ন কম্পিউটারে লেখা আকারে একই পদ্ধতিতে গ্রুপের সদস্য পরীক্ষার্থীদের বিতরণ করে চক্রটি। এ পর্যন্ত ৮টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলে গ্রেফতারকৃত রবিউল স্বীকারোক্তি দিয়েছে। একটি প্রশ্নপত্র ফাঁসের পর ওই ম্যাসেঞ্জারে সৃষ্ট গ্রুপ প্রশ্নপত্র ফাঁস চক্রের কারবারিরা মুছে ফেলে (ডিলেট) এবং নতুন একটি লিংক দিয়ে দেয়। পরীক্ষার্থী সদস্যরা আবার নতুন লিংকের মাধ্যমে আরেকটি গ্রুপের সঙ্গে সংযুক্ত হয়। কেউ চুক্তিবদ্ধ টাকা বিকাশের মাধমে না দিলে গ্রুপ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। এভাবেই চক্রটি প্রশ্নপত্র ফাঁস করে আসছে বলে র‌্যাব জানায়। তবে এই চত্রের হোতা সোহান পারভেজকে গ্রেফতার করা যায়নি। সে পলাতক রয়েছে। র‌্যাব প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা সোহান পারভেজের আইডি থেকে ফাঁস হওয়া প্রশ্নের বেশ কিছু নমুনা পেয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আড়াইহাজারে আটক ২ ॥ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজার থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফারুক মিয়া (১৬) ও ইয়াছিন মিয়া (১৯) নামে দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। এর আগে দুপুরে আড়াইহাজার উপজেলা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
×